Ameen Qudir
Published:2019-02-22 12:01:13 BdST
আপনি আপনার জায়গায় জেদ ধরে রাখলে আপনার সন্তান আরও জেদি হবে
ডা. ফাতেমা জোহরা
___________________________
আজকাল বেশিরভাগ বাবা মা আর ছেলেমেয়েদের মধ্যে ভালবাসা থাকেনা।থাকে চাহিদা। বিশেষ করে একটু বয়স্ক বাবা মা চান ছেলেমেয়েদেরকে নিজেদের মতো করে মানুষ করতে।তারা ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে বস্তুগত স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেন।অনেক বাবা মাই ভাবেন তারা ছেলেমেয়েদেরকে আরাম,আয়েশ,বিলাসিতা সব দিয়েছেন।
কাজেই ছেলেমেয়েরা বাধ্য তাদের কথা শুনতে।কিন্তু তারা ভুলে যান যে ছেলেমেয়েরা আসলে চায় বাবা মার একটু সান্নিধ্য, ভালবাসা,তাদেরকে বুঝতে পারা।এটা স্বাভাবিক যে আপনি যেভাবে বড় হয়েছেন সেই যুগ আর এখনকার যুগের অনেক তফাত।
দড়ি বেশি টানলে তা ছিড়ে যায়।আপনি আপনার জায়গায় জেদ ধরে রাখলে আপনার সন্তান আরও জেদি হবে।তাই তাদেরকে বুঝতে চেষ্টা করুন।সময় দিন।তাদের বন্ধু হিসাবে গড়ে উঠুন। তারা যেন আপনাকে তাদের শত্রু মনে না করে।এতে ক্ষতি আপনারই।ভালবাসা দিয়ে পৃথিবী জয় করা যায়।জেদ আর অহংকার দিয়ে নয়।
_______________________
লেখক : ডা. ফাতেমা জোহরা
সুলেখক। পেশায় চিকিৎসক।
আপনার মতামত দিন: