Ameen Qudir

Published:
2019-02-12 07:59:39 BdST

'পিরিয়ড নিয়ে কথা বলুন আপনার ছেলে সন্তানটির সাথেও'


 

ডা. নাসিমুন নাহার মিম্ মি
__________________________

মা--আহু নামাজ পড়তে যাও। নানুবাড়িতে এলেই তুমি খুব ফাঁকিবাজ হয়ে যাও কিন্তু ।

আহু মুখ চোখ কুঁচকে কপট গম্ভীর গলায় উত্তর দিল-- মা আজ নামাজ পড়তে পারব না। সমস্যা আছে আমার।

আহুর বলার স্টাইলে মা সহ তার ছোট খালা বাবুনী হো হো করে হেসে উঠলো।
--- কি সমস্যা কি সমস্যা বাবা তোমার ?

আহু-- মায়ের যেমন সমস্যা হয় মাঝে মধ্যে তেমন সমস্যা। মা বল হয় না তোমার সমস্যা? তখন তো তুমিও নামাজ পড় না। সারাক্ষন রাগ রাগ হয়ে থাক।চাদর মুড়ি দিয়ে শুয়ে থাক। আর বল আমাকে বিরক্ত করবে না। টেবিলে খাবার আছে খেয়ে নিবে একা একা। নামাজও পড় না তখন তুমি !
জিঙেস করলে বল-- আমার সমস্যা আছে, নামাজ পড়া যাবে না।
বল মা এরকম কর না তুমি ?
আজকে আমারও ঐ সমস্যা হচ্ছে। তাই নামাজ পড়া যাবে না।

বুঝুন অবস্থা !!!

আহুর ছোট খালা তো হাসতে হাসতেই শেষ। আর মা ভ্যাবাচ্যাকা খেতে খেতে নিজেকে সামলে নিয়ে বলল---- ঐ স্পেসিফিক সমস্যাটা বাবা শুধুমাত্র মেয়েদের ই হয়। ছেলেদের না। আর এটা ঠিক সমস্যা না, এটা শরীরের একটা বিশেষ অবস্থা যখন শরীরে ব্যাথা হতে পারে, মনটাও ভালো লাগে না, মুড সুইং করে আব্বু। আল্লাহ এই সময়ে মেয়েদের কে নামাজ পড়তে না করেছেন।

আহু--- আল্লাহ মেয়েদের কে বেশী ভালোবাসেন মা?
মেয়েরা স্পেশাল ?

এবার মা খানিকটা চমকে গেল। একটু পরে বলল--- হুমম বাবা মেয়েরা তো স্পেশাল ই !
মায়ের শরীরে একজন মানুষ এক বিন্দু পরিমাণ থেকে আস্তে আস্তে মানুষের আকার ধারন করে। তুমি তো বায়োলজিতে পড়েছ স্পার্ম আর ওভামের কথা।

আহু--- হুমম জানি তো স্পার্ম আর ওভাম মিলে জাইগোট ফর্ম করে। ঐটাই তো বেবী হয়ে যায় 36 টু 42 উইকসে মায়ের ইউটেরাসে।

মা-- একদম তাই। তো ঐ জাইগোটকে শরীরের ভেতরে রাখা, চোখ মুখ লিভার লাংস হার্টসহ শরীরের সব অংগ তৈরি করা,পুষ্টি দেয়া, হাসি কান্না করা,টয়লেট করা সবকিছুই ঘটে মায়ের শরীরের মধ্যে ইউটেরাসে। আর তাই আল্লাহ খুব স্পেশাল করে, যত্ন করে এক একজন মেয়ের শরীর তৈরি করেছেন। যাতে ছোট ছোট বাবুরা মায়ের শরীরে সুন্দর করে বড় হয়ে 36-42উইকস পর পৃথিবীতে এসে নিজে নিজেই সার্ভাইভ করতে পারে।
এই যে প্রতি মাসে মেয়েদের কিছুদিন নামাজ পড়া বন্ধ থাকে, শরীর খারাপ লাগে, মনটাও খারাপ থাকতে পারে এর কারন হচ্ছে এই সময়ে মেয়েদের শরীরের ভেতরে হরমোনাল কিছু পরিবর্তন ঘটে । ফলে শরীরে মনে অনেক কিছু বদলে যায়।এতে করে একজন মেয়ের শরীরটা ভবিষ্যতে যাতে সে মা হতে পারে, নিজের শরীরে একজন ছোট্ট মানুষকে ধারন করতে পারে তার জন্য টিন এইজ থেকে একটু একটু করে প্রস্তুত হতে থাকে। এই পরিবর্তন কে বলে পিরিয়ড। এটা নাহলে আর নতুন মানুষ আসবে না পৃথিবীতে। বুঝলে ?
আর একটু বড় হলে আরো বিস্তারিত বলব তখন সবকিছু বুঝতে পারবে তুমি।

আহু--- ওকে মা। মেয়েরা তো তাহলে আসলেই স্পেশাল।
ছেলেদের তাহলে নামাজ পড়তে ই হবে সারা মাস? ছেলেরাও তো বাবা হয়। আল্লাহ ছেলেদের কে নামাজ পড়া থেকে ছুটি দিল না !

এবার মা আর আহুর ছোট খালা চোখাচোখি করল কয়েক পলক। মা এবার টিপিক্যাল মা হয়ে কপট রাগ করে বলল --- আপাততঃ এই পর্যন্তই জানলেই চলবে আব্বা আপনার। যান নামাজ পড়তে ।

------উফফফফফ মা হওয়া কি চাট্টিখানি কথা
বলুন।

 

ডা. নাসিমুন নাহার মিম্ মি । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়