Ameen Qudir

Published:
2019-02-11 00:22:03 BdST

'বউ শুধু বাচ্চা উৎপাদনের যন্ত্র না :ভালবাসতে গেলে কিছু জিনিস থাকতে হয়'


ফাইল মডেল ছবিডা. ফাতেমা জোহরা
_________________________

ভালবাসতে গেলে কিছু জিনিস থাকতে হয় নাহলে সেই ভালবাসা টিকে না বেশিদিন। বিশ্বাস,মর্যাদা,সম্মান এগুলো যদি একে অপরকে না দেয়া হয় তাহলে সেটা ভালবাসা না,শুধুই স্বার্থ।আমাদের সমাজের মেয়েদেরকে শেখানো হয় বিয়ের পর স্বামীর বাড়িকে নিজের বাড়ি বলে মনে করা।ওটাকেই স্থায়ী ঠিকানা ভাবা।ফলে মেয়েরা নিজে একটা বাড়ি কিনব বা হবে এটা ভাবতে পারেনা।নিজেদের স্বপ্নগুলো মাটিচাপা দেয়।অনেকে আবার জড়িয়ে পড়ে নানান অনৈতিক কর্মকান্ডে।এই যে যারা বিয়ে করে বউদের রেখে বিদেশে যান তারা কেও ভাবেন না যে ও মেয়ে হলেও ওর একটা শারীরিক চাহিদা আছে,মানসিক চাহিদা আছে।বউ তো শুধু বাচ্চা উৎপাদনের যন্ত্র না।বা শুধুমাত্র স্বামীর ভোগের পণ্য না যে যখন আসলেন সেক্স করলেন আবার চলে গেলেন।ওমন করলে তো বেশ্যাদের সাথেই করতে পারতেন।বিয়ের দরকার ছিল না।শাশুড়ি বলল বিদেশে ফোন দিয়ে যে বউ খারাপ অমনি বউকে খারাপ ভাবা শুরু করলেন।বউয়ের কথা শুনার দরকার মনে করলেন না।বিদেশ থেকে টাকা পাঠালেন বাবা মায়ের নামে।সেই টাকা তারা নিজেরাই রেখে দিল অথচ বউয়ের চাওয়া পাওয়াকে দামই দিল না।এমন করলে তো সেখানে সংসার কদিন টিকবে বা সেই সম্পর্কগুলো কদিন ভাল থাকবে বলা মুশকিল।শ্বশুরবাড়ির লোকেরা মানসিক চিকিৎসা করানোর জন্য বউকে নিয়ে আসে এর পেছনে অনেক সময় কারণ থাকে যে ওই সার্টিফিকেটকে পুজি করে তারা আদালতে দেখাতে চায় যে বউ মানসিক ভাবে অসুস্থ হয়ে যাওয়ায় ডিভোর্স দিতে।আসলে কারণ হয়ত অন্য কোনটা।তাই সবসময় যা বাইরে থেকে দেখা যায় তা আসলে সত্যি হয়না আর যা দেখা যায়না সেটাই সত্যি হয়।এই যে ডাক্তার আকাশ আর মিতুকে নিয়ে এত লেখা হয়ত তারা দুইজনই মানসিকভাবে ভেঙে পড়েছিল।চিকিৎসা করালে হয়ত এমনটা হতোনা।

____________________________

লেখক : ডা. ফাতেমা জোহরা
সুলেখক। পেশায় চিকিৎসক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়