Ameen Qudir

Published:
2019-01-28 07:12:03 BdST

বিশেষ কুচকাওয়াজে প্রথমবার নিখিল ভারত আর্মির নেতৃত্ব দিলেন মহিলা অফিসার


 


ডেস্ক
_________________

স্বাধীন ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবসে রাজপথে প্রথমবার পুরুষদের নেতৃত্ব দিলেন মহিলা অফিসার । নারীর মহাশক্তির উদ্বোধন ঘটল ভারতবর্ষেও। মিডিয়ার ছবি-খবরে জানা যায়,
অনেক প্রথমের সাক্ষী রইল এদিনের প্রজাতন্ত্র উত্সব। এই প্রথম সেনার ডেয়ারডেভিল স্টান্টে কোনও মহিলার দেখা মিলল। পুরুষদের বাহিনীর নেতৃত্বে কোনও মহিলা মুখও, এই প্রথম। নব্বই মিনিটের কুচকাওয়াজে এ বছর সবচেয়ে বেশি সংখ্যক মহিলা জওয়ান পা মিলিয়েছেন। যুদ্ধক্ষেত্রে মহিলাদের পাঠানো হয় না। তবে তিন বাহিনীতেই তাঁদের যে প্রবল উপস্থিতি, দেখিয়ে দিল প্রজাতন্ত্রের উত্সব। রাজপথে এদিন নারীশক্তির জয়গান।

আর্মি সার্ভিস কোর পুরুষবাহিনীর নেতৃত্ব দিলেন লেফটেল্যান্ট ভাবনা কস্তুরী। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এই প্রথম কোনও মহিলা সম্পূর্ণ পুরুষ দলকে নেতৃত্ব দিলেন।

অভ্যস্ত চোখে জোর ধাক্কা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শৌর্য দেখালেন মহিলারাও। পা মেলালেন। নেতৃত্ব দিলেন। ডেয়ারডেভিল স্টান্টে তাক লাগাল নারীবাহিনী।

 

অসম রাইফেলসের মহিলাবাহিনী নেতৃত্বে মেজর খুশবু কানওয়ার।

নৌবাহিনীর ১৪৪ জন সেনার নেতৃত্বে লেফটেন্যান্ট অম্বিকা সুধাকরণ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়