Ameen Qudir

Published:
2019-01-01 00:25:25 BdST

বাংলাদেশের সকল নাগরিককে এই মূল্যবান বিজয়ের দিনের শুভেচ্ছা


 


ডা. শিরীন সাবিহা তন্বী
__________________________

এই ভূখন্ডের দিগন্ত বিস্তৃত চির সবুজ প্রান্তর,স্বচ্ছ জলরাশি আর প্রকান্ড মন উদার করা আসমান!বঙ্গবন্ধুর কাছে এ ছিল এক চিত্রশিল্পীর ক্যানভাস।কবির কবিতা লেখার খাতার ধবধবে সাদা পৃষ্ঠা।

তিনি কবিতা লিখলেন।পরাধীন দেশটাকে স্বাধীনতার বর্নিল স্বপ্ন দেখালেন। শৃঙ্খলিত কোটি কোটি বাঙ্গালীকে এক মন্ত্রে উদ্দীপ্ত করলেন - স্বাধীনতা!
জেগে উঠল ঘুমন্ত এক জাতি। এক কবির কবিতা বুকে নিয়ে বাঘের মতো গর্জে উঠল।

বহুদিনের বহু অত্যাচার অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে হায়ানার হিংস্র থাবায় তছনছ হলো কত জীবন। রক্তাক্ত হলো সবুজ দেশটা। শুন্য হলো মায়ের কোল। সম্ভ্রম হারানো মা বোনের চিৎকারে ভারী হলো আকাশ বাতাস।

বন্দি হলো কবি। নিখোঁজ হলো চিত্রকর।তবু স্বাধীনতার স্বপ্ন টাকে বুকে নিয়ে কবির কবিতা বুকে নিয়েই যুদ্ধ করল তার দামাল সন্তানেরা।
স্বাধীন হলো বাংলাদেশ।

বঙ্গবন্ধু নামক চিত্রশিল্পীর আঁকা স্বাধীনতার অলংকারে অলংকৃত হয়ে আজ সেই দেশ স্বাধীন বাংলাদেশ।
বাংলাদেশের সকল নাগরিককে এই মূল্যবান বিজয়ের দিনের শুভেচ্ছা।

বাংলাদেশ স্বাধীনতাবিরোধী সকল অপশক্তি মুক্ত হোক।
জয় বাংলা।। জয় বঙ্গবন্ধু।।

_______________________


ডা. শিরীন সাবিহা তন্বী । বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়