Ameen Qudir

Published:
2018-12-08 22:02:11 BdST

শিক্ষকের হাতে হাতকড়া দেখতে চায় না কেউ


 
ডা. কামরুল হাসান সোহেল

____________________________

ভিকারুননেসা নুন স্কুলের শ্রেনী শিক্ষক হাসনা হেনাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই গ্রেফতার শিক্ষকদের বিক্ষুব্ধ করবে। শিক্ষকরা যারা আওয়ামীলীগকে সমর্থন করে,যারা আওয়ামীলীগকে ভোট দিতো এই ঘটনার পর তাদের একটি অংশ হয়তো আর আওয়ামীলীগকে ভোট দিবে না। আশঙ্কা করা যায়, তাদের একটি অংশ এখন তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে আসবে। তাদেরকে উস্কানি দিবে বিএনপি'পন্থী শিক্ষকগণ। নির্বাচনে এর প্রভাব পড়বে, আওয়ামীলীগ সরকারকে দ্রুত এই সমস্যার সম্মানজনক সমাধান করতে হবে। শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে ঠিক আছে তাই বলে এত দ্রুত গ্রেফতার করে, জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানো ঠিক হয়নি। শিক্ষকের হাতে হাতকড়া দেখতে চায় না কেউ।
তবে যদি কেউ দোষী হন, তার জন্য আইন অবশ্যই সমান। কিন্তু তার জন্য জোরদার তদন্ত করা অপরিহার্য।
সঠিক তদন্তের পর দোষীকে শাস্তি দিন। আপত্তি নেই। কিন্তু তাড়াহুড়া ও তদন্তের ভুলে কোন নির্দোষ যেন শাস্তি জেল বা হয়রানির শিকার না হন।

___________________________

 

ডা. কামরুল হাসান সোহেল : সত্যভাষী নির্ভিক কলামিস্ট।
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়