Ameen Qudir

Published:
2018-12-06 01:05:17 BdST

অরিত্রী এবং রুম্পা: একটি আত্মহত্যা: অন্যটি নির্মম হত্যা


 

 

· ডা. আতিকুজ্জামান ফিলিপ
__________________________


অরিত্রির জন্য তবুও দু'লাইন লেখা হয়েছে,
রুম্পার জন্য লেখা হয়নি দু'টি শব্দও।
একইদিনের ঘটনা।
একটি আত্মহত্যা আরেকটি নির্মম হত্যা।

সদ্যবিবাহিতা . রুম্পা। তিনি মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত একজন মানুষ । Optometrist ছিলেন।
দু'চোখে আগামীর স্বপ্ন বুনে নতুন চাকরির সাক্ষাৎকার দিতে সিলেট থেকে ঢাকা আসছিলেন তিনি।
ঢাকাতে পৌছিয়েও গিয়েছিলেন প্রায়।
গন্তব্যের কাছাকাছি এসেও স্বপ্নটা ছোয়া হলো না তার, অধরাই থেকে গেলো!!

ঘাতক বাস তার স্বপ্নটা কেড়ে নিয়ে গেলো,
প্রাণবাতিটা নিভিয়ে দিয়ে গেলো।

রুম্পা সিলেট থেকে রওনা দিয়ে ভোররাতেই মহাখালী পৌছে যান।
সেখান থেকে শ্যামলী আসার পথে মাঝে বিজয় সরণিতে তাকে বহনকারী অটোরিকশাতে বেপরোয়া বাসের ধাক্কায় নিহত হন তিনি।

সকল মৃত্যূই বেদনার, সকল মৃত্যূই কষ্টের।
হোক সেটা স্বাভাবিক মৃত্যূ কিংবা জ্বরাগ্রস্ত মৃত্যূ!
হোক সেটা আত্মহত্যা কিংবা হত্যা!
হোক সেটা অরিত্রি কিংবা রুম্পা!


___________________________________

লেখক ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়