Ameen Qudir

Published:
2018-12-05 06:01:44 BdST

কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও মানসিক কাউন্সেলিং দরকার: হাইকোর্ট


 

ডেস্ক
________________________

ভিকারুন নিসা’র শিক্ষার্থীর আত্নহত্যা ঘটনায় কেবল শিক্ষার্থী নয়, শিক্ষকদেরও মানসিক কাউন্সেলিং দরকার বলে মন্তব্য করছেন হাইকোর্ট। সংবাদপত্রে প্রকাশিত এক সংবাদ আদালতের নজরে আনলে আদালত এই মন্তব্য করেন।
মঙ্গলবার দুপুরে বিচারপতি নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের বেঞ্চে আইনজীবী জোর্তিময় বড়ুয়া ওই সংবাদ নজরে আনেন।

প্রতিটি স্কুলে সাইকোলজিস্ট দিয়ে শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা কিভাবে করা যায় এজন্য জাতীয় কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত। নির্দেশে আরও বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পাঁচজন সচিব পর্যায়ের সদস্য নিয়ে এই কমিটি গঠন করে একমাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

এর আগে সকালে ছাত্রী অরিত্রি অধিকারীর আত্মহত্যার ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে তার অভিভাবককে অপমানের ঘটনাকে ‘বাজে দৃষ্টান্ত’ বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

এরই মধ্যে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে তা তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটিও।
স্কুলে নকলের অভিযোগে অপমানের জের ধরে সোমবার আত্মহত্যা করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী অরিত্রি অধিকারী (১৫)।রাজধানীর শান্তিনগরে পরিবারের সাথে থাকা অরিত্রির গ্রামের বাড়ি বরগুনা সদরে। অরিত্রির ছোট বোনও একই স্কুলের ছাত্রী।

আত্মহত্যার ঘটনার বিষয়ে অরিত্রির বাবা দিলীপ অধিকারী গণমাধ্যমকে বলেন, রোববার তার মেয়ের পরীক্ষা চলাকালে শিক্ষক অরিত্রির কাছে মোবাইল ফোন পায়। ওই মোবাইল দিয়ে নকল করছে এমন অভিযোগে সোমবার তার বাবা-মাকে নিয়ে অরিত্রিকে স্কুলে যেতে বলা হয়। সে অনুযায়ী সোমবার দিলীপ অধিকারী তার স্ত্রী ও অরিত্রিকে নিয়ে স্কুলে যান।

প্রথমে তারা ভাইস প্রিন্সিপালের কক্ষে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের ‘অপমান’ করে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন এবং পরের দিন এসে মেয়ের টিসি (স্কুলের ছাড়পত্র) নিয়ে যেতে বলেন। এরপর দিলীপ অধিকারী প্রিন্সিপালের কক্ষে যান। প্রিন্সিপালও তাদের সঙ্গে ভাইস প্রিন্সিপালের মতো আচরণ করেন বলে জানান দিলীপ অধিকারী।

এ সময় অরিত্রি দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে যায়। এরপর অরিত্রির বাবা-মা বাসায় গিয়ে দেখেন অরিত্রি তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়নায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলছে।

প্রথমে স্থানীয় একটি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক অরিত্রিকে মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়