Ameen Qudir

Published:
2018-12-01 20:51:56 BdST

স্লোভেনিয়ায় প্রথমবারের মতো নারী সেনাপ্রধান


 


ডা. সুদীপ্তা সালাম
____________________________

 

স্লোভেনিয়ায় প্রথমবারের মতো এক নারীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মেজর জেনারেল আলেঙ্কা আরমেনককে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দিয়েছে দেশটির সরকার। স্লোভেনিয়া তো বটেই, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যেও কোনো নারীকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনা এই প্রথম ঘটলো। খবর রয়টার্সের।

৫৫ বছর বয়সী আলেঙ্কা আরমেনক মেজর জেনারেল অ্যালেন গ্যাডফেরের স্থলাভিষিক্ত হচ্ছেন । ১৯৯১ সাল থেকে স্লোভেনিয়ার সেনাবাহিনীতে কর্মরত আছেন আলেঙ্কা আরমেনক। গত সপ্তাহে তাকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। আরমেনক সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। লন্ডনের রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ ও কিংস কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

মাত্র ২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়ায় সেনা সদস্য রয়েছে প্রায় সাত হাজার। আলেঙ্কা আরমেনক সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে এবং ন্যাটো বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বোরুত পাহোর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়