Ameen Qudir

Published:
2018-11-28 21:21:47 BdST

এইচএসসি পাস করেই ব্যস্ত ডাক্তার ! আরও পড়ার সময় কোথায় তার !


 

 

টাঙ্গাইল প্রতিনিধি
__________________________

সব সম্ভবের দেশ বাংলাদেশ। এইচএসসি পর্যন্ত পাড়াশোনা করেই তিনি হয়ে গেলেন মস্ত বড় ডাক্তার। আর পড়াশোনা করা হয় নি। রোগী দেখার চাপে পড়ার সুযোগ কোথায়! টাঙ্গাইল শহরের নিরালা মোড়স্থ ক্যাপিটাল হসপিটালে ডাক্তার পরিচয়ে রোগীদের সেবা দিয়ে আসছেন অনেকদিন । তার নাম ইউসুফ আলী ।

সম্প্রতি এই ভুয়া ডাক্তারকে আটক করেছে পুলিশ। ক্যাপিটাল হসপিটাল থেকে তাকে আটক করা হয় বলে নিজানান টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ।

কথিত ডাক্তার ইউসুফ আলী টাঙ্গাইলের বাঘিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও এমএম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এইচএসসি পর্যন্ত পড়াশোনা করেই হয়ে যান ডাক্তার।

ওসি বলেন, পুলিশ খবর পেয়ে ইউসুফ আলী নামের এক ভুয়া ডাক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তিনি আমাদের কাছে স্বীকার করেন, তিনি কোনো এমবিবিএস ডাক্তার না। তিনি টাঙ্গাইলের বাঘিল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও এম এম আলী কলেজ থেকে এইচএসসি পাস করেন।

এ ছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। ক্যাপিটাল হসপিটালের যে পরিচালক ও ব্যবস্থাপক তারা বিষয়টি জানেন এবং তাকে ব্যবহার করে লাভবান হন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়