Ameen Qudir

Published:
2018-10-23 02:18:50 BdST

তোমার সমাধিতে আজ ফুলের পূণ্যময় গিটার


 



ডা. সুরাইয়া খানম
______________________________


তোমার রূপালি গিটার আজ বাংলাদেশের প্রাণ !
তোমার মহাপ্রয়াণ আজ ১৬ কোটি বাঙালীর অন্তরের শোক।
তোমার সুরের মূর্চ্ছণা আজ এপার বাংলা ওপার বাংলা বিশ্ব বাংলা জুড়ে সঙ্গীতের জলসা।


তোমার কন্ঠ বাংলাদেশের কন্ঠস্বর।
তোমার সুর বাংলাদেশের যৌবনের গান।
তোমার কাছে ঋণের শেষ নেই।
শেষ নেই তোমার অবদানের।


তুমি সুরের যাদুকর, গিটারের চিরন্তন মূর্চ্ছণা হয়ে তুমি বেঁচে থাকবে অন্তরে অন্তরে।

তোমার মৃত্যু নিয়ে উল্লাস করেছে কিছু জীবন্ত লাশ। কুকুরের ঘেউঘেউতে কলঙ্কিত করতে চেয়েছে ওরা তোমার কীর্তিকে।
ওরা পারে নি। বরং ওরাই কলঙ্কিত হয়েছে সকল বাংলাদেশী ও বিশ্বপ্রাণের বাঙালির কাছে।

 



রূপালী গিটার নিয়ে ভালো থেকো আইয়ুব বাচ্চু মায়ের আদরে
চৈতন্য গলি কবরস্থানে ।
তোমার সমাধিতে গেলে যেন শুনতে পাই সুরের আরাধনা। রূপালী গিটার আজ ফুলের গিটার।
তোমার সমাধি গানের পূণ্যভূমি।

_________________________

ডা. সুরাইয়া খানম । ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তনী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়