Ameen Qudir

Published:
2018-10-22 01:08:09 BdST

যে সকল কারণে কখনো একজন লেডি ডাক্তারকে বিবাহ করা উচিত নয়


 

 

ডা. নাসিমুন নাহার মিম্ মি
_________________________________

১. ডাক্তর'রা সব সময় ব্যস্ত থাকেন ।
24/7 তাদের কাজের সিডিউল। এমন অনেক ডাক্তারকে জানি যারা বিবাহের একদিন পরেই ছুটেছেন পরীক্ষা দিতে/ডিউটি করতে ।

২. ডাক্তার'দেরকে চমকে দেয়া খুব মুশকিল। কারন ডাক্তাররা সব সময় চমকের উপরেই থাকেন । সুতরাং বৌ'কে সারপ্রাইজ করতে আপনার গলদঘর্ম ঘটে যাবে ।

৩. তার স্পাউস হিসেবে যতক্ষণ না আপনি অসুখের জটিলতর অবস্থায় না পৌঁছুছেন ততক্ষণ তার কাছ থেকে এটেনশন পাবেন না । "আরে এইটা কোন সমস্যা না। অল্পতেই অস্হির হও তুমি।"---- এই সব ব্নী শুনবেন ।

৪. এরা সব সময়ই কিছু পেন্ডিং কাজ হাসপাতাল থেকে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আসেন ।

৫. তাদের কাছে তাদের পেশার, হায়ার স্টাডিজের, রোগীর গুরুত্ব সবার আগে। এরপরে ঘর সংসার।

৬. তার সাথে প্ল্যান করা অধিকাংশ আউটিং এবং ডেটিং প্ল্যান বাতিল হয়ে যাবে আপনার। কারন সে কখনোই হাসপাতাল থেকে সময় মতো বের হতে পারবে না ।


৭. আপনি যতই ফোন আর টেক্সট করেন না কেন লেডি ডক্টরের কাছ থেকে সাথে সাথে রিপ্লাই আপনি কখনোই পাবেন না ।

৮. আপনি নিজের পার্সোনাল ডাক্তার মনে করে আহ্লাদী করে তার কাছ থেকে এটেনশন পাবার জন্য মিথ্যে অসুখের ভান করতে পারবেন না। ধরা খেয়ে যাবেন ।

৯. তাদের কে বুঝতে চেষ্টা করে লাভ নাই। লেডি ডক্টররা unpredictable হয়

১০. ডাক্তার মানেই পচ্চুর বড়লোক--- এটা ভেবে বিয়ে করলে ধরা খাবেন । ডাক্তাররা চাকরি জীবনের শুরুতে গরীব থাকে। তাই এই পেশার কাউকে বিয়ে করতে চাইলে একটু বয়ষ্ক দেখে বিয়ে করুন। যে ডাক্তারের বয়স যত বেশি, তার টাকা পয়সা ব্যাঙ্ক ব্যালেন্স তত বেশি ।

১১. তারা নিজেদের পোশাক, চেহারা,গেটআপ এসব নিয়ে খুব অসচেতন থাকে। কারন তাদের লেখাপড়া আর ডিউটি তাদেরকে শোঅফ করার সুযোগ দেয় না।

১২. লেডি ডক্টরদের মধ্যে এক ধরনের superiority complex কাজ করে।
কারনটা আমি বলমু না ।
আমি নিজেও এই জিনিসে আক্রান্ত। তবে সেজন্য আমি এতটুকুও সরি না ।

১৩. তারা আবেগিকভাবে চুড়ান্ত রকম প্রাক্টিক্যাল এবং মানসিকভাবে স্ট্যাবল হন।
ফলে বোকা বোকা লুতুপুতু ইস্যু দিয়ে তাদেরকে কনভিন্স করা বেশ কঠিন। এমনকি মৃত্যুর মতো সংবাদেও তারা চোখের পলক না ফেলে কঠোর থাকতে পারেন।

১৪. হাসপাতালকেই লেডি ডক্টররা নিজের ঘর বাড়ি মনে করেন। রোগীই তাদের আপনজন।
মন খারাপ-- মন ভালো জীবনের এই দু'ফেজেই কিউট কিউট লেডি ডক্টররা হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে নিজের ভেতরকার চাওয়া- পাওয়া-না পাওয়া সবকিছুর হিসেব মিলিয়ে মানব সেবা করে যান একজন প্রফেশনাল এক্সপার্ট হিসেবে।

------- আর কোন কারন কি দরকার আছে ?
So Keep Clam & Stay Away from lady Doctors . We have much opportunity to pepper use of Times.

( ইহা একটি ফান পোস্ট। সুতরাং সিরিয়াস হবেন না।
বিদেশী একটি লেখার ছায়া অবলম্বনে নিজের মনের মাধুরী মিশিয়ে লিখলাম )
___________________________

 

 

 ডা. নাসিমুন নাহার মিম্ মি । সুলেখক। বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়