Ameen Qudir

Published:
2018-10-08 00:47:28 BdST

আজ গনভবনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রাণের যে দাবি চিকিৎসকদের


 

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
________________________________

হাজার হাজার চিকিৎসকের গন্তব্য আজ গণভবন।
প্রধানমন্ত্রী ডেকেছেন।
বিএমএ'র উদ্যোগে চিকিৎসক মহাসম্মিলন।


দেশের দূর-দূরান্ত থেকে চিকিৎসকেরা ছুটে আসছেন প্রধানমন্ত্রীকে একনজর স্বচোক্ষে দেখতে।
সোস্যাল মিডিয়ায় তাদের হাস্যোজ্জ্বল প্রাণবন্ত ছবিগুলো দেখলেই বুঝা যাচ্ছে তারা কতোটা আবেগ আর ভালোবাসা নিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে আসছেন।

প্রধানমন্ত্রী বিগত দশবছরে দু'হাত উজাড় করে চিকিৎসকদের দিয়েছেন।
হাজার হাজার নতুন নিয়োগ,
অন্যান্য ক্যাডারের মতো বেতনবৃদ্ধি,
ডিপিসি প্রবর্তনের মাধ্যমে দলমত নির্বিশেষে দ্রুত প্রমোশন।
কি দেননি তিনি আমাদের ?
সবই তিনি দিয়েছেন!

হ্যাঁ, সময়ের সাথে সাথে দিন যত এগিয়ে যাচ্ছে আমাদের সামাজিক বঞ্চনা ও নিগৃহের হারও তত বাড়ছে!
কিন্তু এখানেও প্রধানমন্ত্রী সবসময়ই আমাদেরকে সহানুভূতির দৃষ্টিতে দেখেছেন।
অন্যান্য মন্ত্রী, এমপি এমনকি স্বয়ং স্বাস্থ্যমন্ত্রী যেখানে প্রায়শই চিকিৎসক বিদ্বেষী মন্তব্য করে আমাদেরকে হতাশ করেছেন সেখানে প্রধানমন্ত্রী প্রায় সবসময়ই আমাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করেছেন, বটবৃক্ষের মতো আশ্রয় হয়ে দাঁড়িয়েছেন।

আমাদেরকেও মনে রাখতে হবে আমরা কেউই ভুলের উর্ধ্বে নই।
আমরাও সমালোচনার উর্ধ্বে নই।
সুতরাং রাষ্ট্রপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী যদি কখনো আমাদের যৌক্তিক সমালোচনা করে থাকেন তবে সেটা মেনে নিয়ে আমাদেরকেও সেই সমালোচনার নিরিখে সংশোধিত হওয়া অতীব বাঞ্জনীয়।

নেত্রী, আপনি অনেক দিয়েছেন।
যেটুকু নিগৃহ বঞ্চনা আছে সেটুকুও দূর হবে যদি স্বাস্থ্য ক্যাডারে কতগুলো গ্রেড ওয়ান পদ সৃষ্টি করা হয়,
যদি কৃত্যপেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।
আমরা মনে করি,
আমাদের এ দাবি মোটেও অযৌক্তিক নয় বরং অপরাপর ক্যাডারের সাথে মেধা ও প্রজাতন্ত্রসেবার কম্পিরিজনে তা শতভাগ যৌক্তিক।

সুপ্রিয় চিকিৎস ভাইবোনেরা,
সততার সাথে বুক হাত দিয়ে নিজেকে প্রশ্ন করে দেখুন-
বিগত দশ বছরে আপনি যা পেয়েছেন এইদেশে আপনার আমার পূর্বসূরীরা তা কি কখনো পেয়েছেন ?

আমরা পেয়েছি অনেক।
যেটুকু নিগৃহ বঞ্চনা আছে সেটুকুও দূর হবে ইনশাল্লাহ্ যদি প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকেন।

এবার আমাদের দেওয়ার পালা।
আসুন, স্বাস্থ্যখাতে চলমান উন্নয়ন ও আমাদের প্রাপ্তির ধারা অব্যহত রাখতে আবারো প্রধানমন্ত্রীকে সমর্থন দিয়ে এগিয়ে নিয়ে যাই।

আমাদের সকলের মঙ্গল হোক।
দেশ এগিয়ে যাক।
স্বাস্থ্যখাত আরো সুস্থ্য হয়ে দেশের প্রতিটি নাগরিককে সুস্থ্য করে তুলুক।
________

পুনশ্চঃ
সাংবাদিক ভাইয়েরা শঙ্কিত হইয়েন না(পড়ুন নেগেটিভ খবর ছাপার আশায় খুশি হইয়েন না)!!
দেশের কোন হাসপাতালই এই মুহুর্তে অরক্ষিত নেই, সব হাসপাতালেই জরুরী চিকিৎসাসেবা অব্যহত রাখার নিমিত্তে পর্যাপ্ত চিকিৎসক অকুস্থলে রেখেই বাকিরা গণভবনে আসছেন!

যারা হাসপাতালে জরুরী চিকিৎসাসেবা চালু রাখতে প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে আসতে পারছেন না তাদের এই ত্যাগটুকু শ্রদ্ধা ভালোবাসা আর সমীহের সাথে স্মরণ করতে চাই।
সাংবাদিক ভাইদেরও অনুরোধ করবো বিষয়টি স্মরণ রাখতে।
____________________________

 


লেখক ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়