Ameen Qudir

Published:
2018-10-04 23:48:37 BdST

'আমার ওজন ৪২ কেজি মাত্র,আমার একটা বেবি আছে,আমি একটু মোটা হতে চাই'


 

প্রতিকী মডেল ছবি। ছবির মুখ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের নন।

 

ডা. জোবায়ের আহমেদ
________________________________

#মোটা বউ
#এবং কাশফুল এর নরম ছোঁয়াঃ

রাত দশ টা।চেম্বার থেকে মাত্র বাসায় ফিরলাম।
ডাঃ নাবিলা কুমিল্লায় থাকলে বাসায় ফেরার তাড়া থাকেনা।
আমার এক বান্ধবী আমাকে ম্যাসেঞ্জারে নক দিয়েছে।
হাই বন্ধু আমি ০১/০৩
তোমাকে একটু বিরক্ত করব?
একটা জিনিষ জানার ছিল।
আমাদের বন্ধু মোহিত রহমান চৌধুরী এস এস সি ২০০১/ এইস এস সি ২০০৩ নামে একটা গ্রুপ খুলে যেখানে সারাদেশের অর্ধ লাখ বন্ধু আজ মেতেছে প্রানের বন্ধনে।
আমি বল্লাম, তুমি চাইলেও আমাকে বিরক্ত করতে পারবে না।আমি বিরক্ত হইনা।বন্ধুরা বিরক্ত করেনা।
বল কি বলবে?
সে তার একটা উইশ জানালো।
বল্ল,আমার ওজন ৪২ কেজি মাত্র,আমার একটা বেবি আছে,আমি একটু মোটা হতে চাই??
মোটা হওয়া তার উইশ।
আমি বল্লাম,হাউ সুইট।
সে সিরিয়াসলি বল্ল,ভাই আমি মোটা হতে চাই।
আমি মজা করে বল্লাম, কেমন মোটা?
হাতি হতে চাও?
সে বল্ল ৫ কেজি।।
আমি জানতে চাইলাম কেন মোটা হতে চাও?
তোমার জামাই এর কি মোটা বউ পছন্দ?
সে যে কারণ গুলো বল্ল,
১.তার ফ্যামিলির সবাই মোটা,শুধু সে ছাড়া।
২.তাকে দেখলে মনে হয় কলেজে পড়ে, এক বাচ্চার মা মনে হয়না।
৩.সে একটা বার্গার ফুল খেতে পারেনা।রুচি কম।
৪.সবাই তাকে শুধু কথা শুনায়
৫.সবাই বলে সে না খেয়ে জামাই এর টাকা বাঁচায়।
৬.সবাই তাকে কিপটা বলে।
৭.সবাই বলে সে দিন দিন শুটকি হচ্ছে,এক বাচ্চার মা এত শুক্না হলে চলে কি?

আমি বল্লাম, তুমি চিকণ আছো, তুমি বেশী দিন বাঁচবে?
এই সুন্দর পৃথিবীতে বেশি জ্যোৎস্না তুমি দেখবে।
নীল আকাশে মেঘের ভেসে ভেড়ানো বেশিদিন দেখবে।
তুমি চাইলেই সমুদ্র স্নানে যেতে পারবে।
কিন্ত তার যে মোটা হতে হবেই।।

#বছর ৩ আগের কথা।
একদিন রাত দুইটায় একজন নন ইপিল্যাপ্টিক এট্যাক এর রুগী আসলেন।চিকিৎসা দিলাম।
সকালে ফলোয়াপ করতে গিয়ে দেখলাম সে খুব আপ্সেট।আমি তার সাথে কথা বল্লাম,জানতে চাইলাম সে কিছু নিয়ে চিন্তিত কিনা?
সে হঠাৎ কান্না শুরু করল।
অশ্রুজল মুছে বল্ল,স্যার আপনি আমার ধর্মের ভাই।
আপনি আমার সংসার টা বাঁচাতে হেল্প করেন।
আমি বল্লাম,কেমন হেল্প?
সে বল্ল,তার জামাই এর মোটা বউ পছন্দ।জামাই বিদেশ থাকে।
এক মাস পর দেশে আসবে,গতরাতে ফোন দিয়ে বলেছে, সে যদি এক মাসের মধ্যে মোটা না হয় তাহলে সে দেশে এসে আরেকটা বিয়ে করবে।
আমি এই কথা শুনে চুপ মেরে গেলাম।
ভাই যখন ডেকেছে,তাকে সাহস দিলাম।
বুঝালাম মোটা হবার কোন মেডিসিন নেই।ঔষধ খেয়ে মোটা হলে এই জামাই এর ঘর করার চেয়েও জীবন দুর্বিষহ হয়ে যাবে।ডায়াবেটিস, হাই প্রেসার,কুশিং সিন্ড্রোম, অস্টিওপরোসিস,ইনফার্টাইলিটি, ড্রিপ্রেশান, আর্থাইটিস, স্ট্রোক সহ নানা রোগ কে মেনে নিতে হবে।
আর এইসব রোগ হবার পরে জামাই কি সেই মোটা বউকে পছন্দ করবে।।?
সে এইবার চুপ করে থাকল।

আমি বারংবার সর্তক করে বল্লাম,সংসার যদি নাও টিকে তবু তথাকথিত ফার্মেসীর ডাক্তার দের কাছ থেকে যেন মোটা হবার মেডিসিন না খায়।।
এই ধর্মের বোনের সংসার টা টিকছে কিনা সেই খবর আর পাইনি।।
এমন সংসার করে লাভ ই বা কি।।পোকা মাকড় এর সংসার।


#কাশফুল এর নরম ছোঁয়াঃ

আমাদের এক বন্ধু ছিল হাফিজ।
কবিতা লিখত। আমি তাকে পুড়ে যাওয়া কবি বলে ক্ষেপাতাম।
সে এক মেয়ের প্রেমে পড়ে গেল।কঠিন প্রেম।এক তরফা প্রেম।মেয়ে তাকে পাত্তা দিত না তেমন ।মাঝে মধ্যে মন নরম হলে বলত কবিতা শুনান।
হাফিজ একদিন বিড়বিড় করছে,আমি বল্লাম কি পড়স।সে বল্ল,যখন রাত আসে, তখন ঘুম আসে।যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে।যখন স্বপ্ন আসে তখন তুমি আসো।যখন তুমি আসো তখন ঘুমও আসেনা,স্বপ্ন ও আসেনা।
এটা সে রিহার্সাল দিচ্ছে, তার জিএফ কে শুনাবে।।
মেয়েরা নাকি কবিদের প্রেমে পড়ে।
কবিতা গভীর প্রেম এর অণুঘটক।
সেই মেয়ে এখন হাফিজ এর বউ হল।
দুই বাচ্চার মা ।।দুইটা সিজারিয়ান সেকশন।
একদিন হাফিজ আমাকে ফোন দিয়ে বলে, তার বউ নাকি হাতি(অনেক মোটা) হয়ে গেছে।সারাদিন খিটমিট করে,মাথা ব্যাথা লেগেই থাকে।।কেমন নাকি মন মরা হয়ে থাকে।মুখে অনেক ব্রণ।প্রায় রাতেই নাকি পায়ে খুব কামড়ানো ব্যাথা হয়।
আমি জিজ্ঞেস করলাম পিল খাওয়াছ নাকি।
সে হাসি দিয়ে বলে, কাশ ফুলের নরম ছোঁয়া পিল খাওয়াই।
আমি বল্লাম, তুই কনডম ব্যবহার করছ না কেন?
সে বল্ল,জুতা পায়ে সাঁতার করা আর কনডম ব্যবহার করা নাকি এক কথা।
মিষ্টি খেলে নাকি হাতে নিয়ে খাওয়া ভালো,পলিথিনে মুড়ে কেন???

আমি বল্লাম, তোর বউ এর এই অবস্থা কাশফুল এর নরম ছোঁয়া এর জন্য।
আমাদের দেশের ভাবীরা মায়া বড়ি খেয়ে ভাইদের খুশী করেন।পুরুষ তান্ত্রিক সমাজে ক্ষমতা যখন পুরুষ এর হাতে তাই সে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার রাজনীতি টা ভালভাবেই করে।
নারী কেন শুধু পিল খাবে??
এই পিল খেয়ে মেয়েরা মাথা ব্যাথা,মাথা ঘুরানো,মোটিয়ে যাওয়া,হাই প্রেসার,ডিপ্রেশন, মাসল ক্রাম্পিং,স্ট্রোক,লিভার ডিজিজ, গল স্টোন,প্যানক্রিয়াটাইটিস,থ্রোম্বোএম্বলিজম,হার্ট এট্যাক,ব্রেস্ট টেন্ডারনেস,ডিসম্যানোরিয়া,সেক্স এর প্রতি আগ্রহ কমে যাওয়া, কোলেস্টেরল বেড়ে যাওয়া,চুল পড়ে যাওয়া ক্যান্সার সহ নানা জটিলতায় ভুগে ভুগে নিঃশেষ হয়।।
এই পিল নারীর শরীরের প্রতি অনাচার স্বরুপ। জরায়ু যেহেতু নারীর,তাই এই গরল ত তাকে গলাধকরণ করতে হচ্ছে।
হাফিজ কে বল্লাম,বউ কে যদি সত্যি ভালবাসিছ,তাহলে আর যেন একটাও কাশফুল এর নরম ছোঁয়া না লাগে।

_____________________________

ডা. জোবায়ের আহমেদ ।সুলেখক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪২ ব্যাচ।
এবং
Executive Director at Dr.Jobayer Medicare Center
former Resident Medical officer at ড.এম এ রহমান হসপিটাল
Former Intern Doctor at Sylhet MAG Osmani Medical College Hospital
Studied MBBS at Sylhet MAG Osmani Medical College

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়