Ameen Qudir

Published:
2018-10-02 21:46:47 BdST

সুন্দরী প্রতিযোগিতা : সুন্দরীদের হিজাব পরা মায়েরা এবং কিছু প্রসঙ্গ


 



ডা.গুলজার হোসেন উজ্জ্বল
_____________________________

একসময় বাংগালি সমাজে পাত্রী দেখতে এসে পাত্র পক্ষ পাত্রীর জ্ঞানের পরীক্ষা নিতো৷ মুরুব্বিরা পকেটে করে কাগজ কলম নিয়ে আসতো। তারপর পাত্রীর হাতে দিয়ে বলত তোমার নাম এবং ঠিকানা লেখ। বাংলায় লেখার পর অনেক সময় বলত ইংরেজিতে লেখ। তারপর চিকন হাসি দিয়ে বলত, পারবা?

এরপর বলা হতো কোরান শরীফ পড়তে পার? আলহামদু সুরা টা পড়। কুলহু আল্লা সুরাটা পড়। কোরান শরীফ কয় পারা?
পাত্রী তখন ঘোমটা টেনে উত্তর দিত। সূরা মুখস্ত পড়ে শোনাতো।

সকালে কখন ঘুম থেকে উঠ মা?
পাত্রীরা বলত ভোর বেলা। আজানের সময়।

তারপর কি কর?

পাত্রীরা বলত উঠান ঝাড় দেই। ঘর গুছাই। মুরগীর ঘরের দরজা খুলে দেই। ইত্যাদি।

একটু শিক্ষিত আধুনিক পরিবার হলে এরপর জানতে চাইতো মা তুমি গান গাইতে জান?

তারপর হারমোনিয়াম দিয়ে বসানো হতো।

হুমায়ুন আহমেদের 'এই বসন্ত' উপন্যাসে এরকম একটা ঘটনা ছিল। পাত্রীর গান শুনতে চাইতে পারে তাই গানের মাস্টার স্ট্যান্ডবাই হাজির ছিল পাত্রী দর্শন অনুষ্ঠানে। দরকার হলেই মাস্টার তবলা বাজাতে বসে যাবেন৷

মাস্টার ছাত্রীকে ভালবাসতো। কিন্তু কিছু করার নেই। মাস্টার মনে মনে গজগজ করছিল - "এহ যেন গানবাজনার কত বড় সমঝদার। বিয়ের পর ঠিকই তো রান্না ঘরে পাঠাইয়া দিবে৷ "
একদিকে এসব চলতো আরেকদিকে উদবিগ্ন মায়েরা অন্দর মহলে বসে অধীর হয়ে অপেক্ষা করত পাত্র পক্ষ মুগ্ধ হলো কিনা জানতে।

#
সুন্দরী প্রতিযোগিতার ভিডিও দেখছিলাম। উদ্বিগ্ন মায়েরা হিজাব পরা। মনে মনে হয়ত তজবিহ জপছেন। মেয়ে সুন্দরী প্রতিযোগিতায় এসেছে৷ আল্লাহ তুমি মেয়ের মনের আশা পুরণ করো।

পর্দানশীন হিজাবী মায়েদের মেয়েদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতায় আসা দেখে আমার মনে অনেক প্রশ্নের জট লেগে গেছে।

এই হিজাবী নারীও কি তাহলে চান মেয়ে এইসব অবগুন্ঠন থেকে বেরিয়ে আসুক, মনের আশা পুরন করুক? নিজের অব্যক্ত বেদনার মুক্তি চান মেয়ের মধ্যে দিয়ে?

এরপর দেখলাম বুদ্ধিমত্তার পরীক্ষা। সেসব তো আপনারা আমার আগেই জানেন। এই পরীক্ষা দেখে পাত্রী দর্শনের সেসব স্মৃতি মনে পড়ল।

মূল আয়োজন আসলে গজ ফিতা দিয়ে শরীর মাপানোর। সেখানে একটু বুদ্ধিমত্তার পরীক্ষা না থাকলে কেমন দেখায়! প্রশ্ন গুলোও সেরকম। আগামাথা নেই। পাত্রী দেখা মুরুব্বিদের মতই।

ভন্ডামি ছাড়া মনে হয় বাংগালি পুরুষতন্ত্রের কোন আয়োজনই জমেনা।

হায় নারী, হায় মা!
_____________________________

 

ডা.গুলজার হোসেন উজ্জ্বল । সঙ্গীতশিল্পী । কথাশিল্পী। লোকসেবী চিকিৎসক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়