Ameen Qudir

Published:
2018-10-01 22:00:19 BdST

স্যালুট জেনারেল


মেজর জেনারেল ডা সুসানে গীতিকে র‌্যাংক পরিয়ে দিচ্ছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ ও লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক ছবি:আইএসপিআর

 


মেজর ডা. খোশরোজ সামাদ
________________________________

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম মেজর জেনারেল পদবীতে অভিষিক্ত হলেন একজন সন্মানিত নারী। মেজর জেনারেল ডা . সুসানে গীতি পদোন্নতি পেয়ে আর্মড ফোর্সেস ইন্সটিটিউট অব প্যাথলজির কমান্ড্যান্টের দায়িত্বভার গ্রহণ করেন।

২।রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম বি বি এস সাফল্যের সাথে পাশ করে ক্যাপ্টেন পদবীতে কমিশন লাভ করেন এই মেধাবী অফিসার। তিনি হেমাটোলজিতে এফ সি পি এস ডিগ্রী অর্জন করেন।তিনি জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসেবে গুরুত্ববহ দায়িত্ব পালন করেন। পেশায় দক্ষ,চৌকস, দূরদৃষ্টিসম্পন্ন, প্রজ্ঞাবান সংগঠক এই জেনারেল আর্মি মেডিকেল কোর তথা সেনাবাহিনীর ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন।

৩।নারীর পশ্চাতপদতাকে পিছনে ফেলে দেশ যখন অগ্রবর্তী ধ্যান-ধারণায় এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চপদে নারীর এই ক্ষমতায়ন দেশের প্রগতির চাকাকে আরো বেগবান করবে।
স্যালুট,জেনারেল।

__________________________

লেখক মেজর ডা. খোশরোজ সামাদ;
উপ অধিনায়ক ,
আর্মড ফোর্সেস ফুড এন্ড ড্রাগস ল্যাবরটরী ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়