Ameen Qudir

Published:
2018-09-28 21:01:24 BdST

আজব রুগীর গজব কাহানী


 



ডা. জোবায়ের আহমেদ
_____________________________


বাচ্চার বয়স কত?
মা এর উত্তর : ৯মাস
কি সমস্যা?
সকাল থেকে বাচ্চার ডায়ারিয়া হচ্ছে।
সাথে বমি করছে কয়েকবার।।
ওরস্যালাইন খাওয়াইছেন???
না।।।
কেন? কেন?
বাচ্চার মা এর উত্তর :কাশি বেড়ে যাবে ত?
তাই
আমি খাচ্ছি ওরস্যালাইন।
এই পর্যন্ত পাচঁ প্যাকেট খেয়েছি কিন্তু বাচ্চার ত ডায়ারিয়া কমছে না।।।।

#২০১২সালের ডিসেম্বর মাস।

আমি তখন ড.এম এ রহমান হসপিটাল এর আবাসিক মেডিকেল অফিসার।
কনকনে শীতের সকাল।
এক মা তার ১৬ মাসের বাচ্চা কে নিয়ে আসলেন।
লো গ্রেড ফিভার, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট।
বাচ্চার বুকে বাঁশির মত আওয়াজ।কিন্ত বাচ্চা টা হাসিখুশী ভাব নিয়ে আছে।
কোলের শিশুর হাসি,কাশি ও বাঁশি হলে
একিউট ব্রোংকিউলাইটিস ডায়াগনোসিস। এটা একটা ভাইরাল ইনফেকশন এর জন্য হয়,রেস্পিরেটরী সিনসাইটিয়াল ভাইরাস এর জন্য দায়ী।
আমার দেখা অনেকে এই ভাইরাল ইনফেকশন কে নিউমোনিয়া ভেবে অহেতুক বাচ্চাকে এন্টিবায়োটিক খাওয়ান যাতে হীতে বিপরীত হয়।
এবং যত মা বাবা ফার্মেসী থেকে বলে ঔষধ নিয়ে খাওয়ান,তাদের বাচ্চারা একটা অপ্রয়োজনীয় এন্টিবায়োটিক এর কবলে পড়েন।

বাচ্চাটির শ্বাসকষ্টের জন্য অক্সিজেন নিতে বল্লাম কিন্ত বাচ্চার মা রিফিউজ করলেন।
পরে নেবুলাইজেশন দিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে গেলেন।
পরের দিন সকালে বাচ্চার মা ফোন দিয়ে অগ্নিমূর্তি ধারণ করলেন।
কি জাতের ডাক্তার আমি? বাচ্চার কোন উন্নতি হল না।
আমি শান্ত গলায় বল্লাম ঔষধ খাওয়াইছেন।?
বাচ্চার মা তখন বল্লেন " ঔষধ কিনেন নাই,আজকে কিনবেন"
আমি লা জবাব হয়ে বসে রইলাম।

#রাত তিন টা।গভীর রাত।গভীর ঘুমে আমি অচেতন।
বারংবার মোবাইল এর রিং এ হকচকিয়ে ঘুম থেকে জেগে ফোন ধরলাম।
অন্যপাশ থেকে ভদ্রলোক সালাম দিয়ে বল্ল,ডাক্তার সাব সকালে আমার পরিবার কে দেখাইছি আপনাকে।
একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি।
আমি ঘুম জড়ানো কন্ঠে বল্লাম,কি কথা?
ভদ্রলোকের উত্তর, আমার বউ রে হাসের ডিম খাওয়াতে পারবো কিনা???
আমি ফোনে যেই উত্তর দিয়েছিলাম তা বলা যাবে না।

#বিদেশে থাকেন ভদ্রলোক।
আর তিন দিন আছেন দেশে, তারপর চলে যাবেন।
আমার কাছে এসেছেন।
জিজ্ঞেস করলাম, আপনার কি সমস্যা?
উনি বল্লেন,আমার ইউরিন এর সাথে পেশাব যায়।
আমি হা হয়ে তাকিয়ে ছিলাম কিছুক্ষণ।।


________________________

ডা. জোবায়ের আহমেদ ।সুলেখক। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪২ ব্যাচ।
এবং
Executive Director at Dr.Jobayer Medicare Center
former Resident Medical officer at ড.এম এ রহমান হসপিটাল
Former Intern Doctor at Sylhet MAG Osmani Medical College Hospital
Studied MBBS at Sylhet MAG Osmani Medical College

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়