Ameen Qudir
Published:2018-09-26 22:32:44 BdST
বিসিএস ভাইভায় ভাল করার জন্য ৮ পরামর্শ
ভাইভা বোর্ডের প্রতিকী ছবি
ডা. কামরুল হাসান সোহেল
______________________________
বিসিএস ভাইভায় ভাল করার জন্য প্রয়োজন । এজন্য ৮টি পরামর্শ । 
১. মাথা ঠান্ডা রাখা,অযথা দুশ্চিন্তা করলে এক্সাম খারাপ হয়।
২. এক্সামিনারদের প্রশ্নে ঘাবড়ে না গিয়ে মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা করা।
৩. এক্সামিনারদের সাথে মিথ্যা না বলাই ভাল, সত্য কথা বললে এক্সামিনাররা ভুল ত্রুটি হলেও তা ক্ষমার দৃষ্টিতে দেখেন।
৪. এক্সামিনারদের প্রশ্নের উত্তর যিনি প্রশ্ন করবেন তার চোখের দিকে তাকিয়ে দিতে হবে। যিনি আগে প্রশ্ন করবেন তার প্রশ্নের উত্তর আগে দিতে হবে।
৫. কনফিডেন্সের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে,উত্তর জানা না থাকলে ভুলভাল না বলে পারিনা স্যার বা এই মূহুর্তে মনে পরছেনা স্যার বলাই ভাল।
৬. ভাইভায় শুধু প্রশ্নের উত্তর পারা বা না পারাটাই বড় করে দেখা হয়না আরো অনেক কিছু দেখা হয়।আপনি কতটুকু স্ট্রেস নিতে পারেন,বাজে পরিস্থিতিতে পরলে তা কিভাবে মোকাবিলা করেন, নিজের উপর কতটা কনফিডেন্ট আপনি তা দেখা হয়।
৭. নানা বুদ্ধিদীপ্ত প্রশ্ন করা হয় যার বুদ্ধিদীপ্ত উত্তর আপনাকে এগিয়ে দিবে সফলতার দিকে আর নির্বুদ্ধিতা আপনাকে পিছিয়ে দিবে অনেকখানি।
৮. ভাইভা বোর্ডে আপনি যতটা সপ্রতিভ থাকবেন,যতোটা কনফিডেন্ট থাকবেন আপনার ভাইভায় উতরে যাওয়ার সম্ভাবনা ঠিক ততোটাই বেশি।
________________________

ডা. কামরুল হাসান সোহেল
আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য at স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       