Ameen Qudir

Published:
2018-09-07 17:22:04 BdST

যারা কৃতকার্য হয়েছো অভিনন্দন আর যারা অকৃতকার্য হয়েছো তাদের জন্য ভালোবাসা


লেখকের ছবি

 


ডা. আতিকুজ্জামান ফিলিপ
________________________________

৩৯তম বিশেষ বিসিএস প্রিলিতে যারা কৃতকার্য হয়েছো তাদের সকলকে অভিনন্দন ও শুভ কামনা।

মনে রেখ, পিএসসি তে বাবা-দাদা-মামা-চাচা-নানা, পাতিনেতা-ছাতিনেতা কারো সুপারিশই চলে না(দশমিক ভগ্নাংশ ব্যাতিক্রম থাকতে পারে তবে সেটা উদাহরণ হতে পারে না)!

সুতরাং কোন নেতা বা বড় ভাইরে কৃতজ্ঞতা বা ধন্যবাদ না জানিয়ে শেখ হাসিনা ও তার সরকারকে ধন্যবাদ দাও।

পিএসসিতে কোন নেতার সুপারিশে কাজ হয় না ঠিকই তবে শেখ হাসিনার সরকার না চাইলে পিএসসির বাপদাদারও সাধ্য ছিলো না একসাথে এতো চিকিৎসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু করার!

তাই আবারো বলছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা শুধু শেখ হাসিনাকেই দাও।

এদেশের ৪৭বছরের ইতিহাসে আগের কোন সরকারের আমলেই প্রতিবছর নিয়মিত বিসিএস হয়নি!
একমাত্র শেখ হাসিনার কল্যানেই বিগত বছরগুলোতে প্রতিবছর নিয়মিত বিসিএস হচ্ছে।

শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে আদুভাই হয়ে চাকরির বয়স হারাইতে মাগার বিসিএসের দেখা পাইতে না, ইতিহাস অন্তঃত তাই ই বলে!

তাই আবারো বলছি যদি ন্যূনতম কৃতজ্ঞতাবোধও থাকে তবে শেখ হাসিনা ও তার সরকারকেই ধন্যবাদ দাও।

আইরনি হলো- পিএসসিতে যে কোন সুপারিশে কাজ হয় না এই সত্যটাই কেউ বুঝতে চায় না!

অন্তঃত এই সরকারের আমলে সুপারিশের এমন কোন নজির নেই।
একবার এইচ টি ইমাম বিসিএসে ছাত্রলীগের ছেলেদের চাকরি দিবেন বলে বিতর্কিত একটা মন্তব্য করেছিলেন বটে কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেননি শুধু সরকার ও ছাত্রলীগের গায়ে অপবাদের কালিমা লেপন করতে পেরেছেন!
এই কাজটিই তিনি ভালোভাবে করেছেন!

ছাত্রলীগের ছেলেরা অবশ্য বারবার ঠ্যাক খেয়ে খেয়ে সত্যটা এতোদিনে বুঝে গেছে।

বুঝতে চায়না শুধু ছাত্রলীগ বাদে অন্যরা।
নির্মমতা হলো- যোগ্যতা ও মেধার জোরে ছাত্রলীগের যেসব ছেলেরা টিকে যায় অন্যরা তাদের মেধাকে খাটো করে দেখে, তারা মনে করে ছাত্রলীগের এই ছেলেরা সুপারিশের জোরেই টিকেছে!!

আর ছাত্রলীগের যেসব ছেলেরা পিএসসির এই প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে তারা কেন ছিটকে পড়লো সেই প্রশ্নের উত্তর কেউ খুঁজতে যায় না!
সুপারিশেই যদি কাজ হবে তবে ছাত্রলীগের এই ছেলেরা কেন ছিটকে পড়ে সেই প্রশ্ন কেউ কখনো করে না!
আমাদের কষ্টটা এখানেই।

যাইহোক,
ছাত্রলীগের যেসব অনুজেরা কৃতকার্য হয়েছো ছাত্রলীগের একজন সাবেক কর্মী হিসেবে তাদেরকে আবারও অভিনন্দন ও শুভ কামনা।

আর যারা অকৃতকার্য হয়েছো তাদের জন্য ভালোবাসা।
তাদের সুন্দর আগামীর জন্য শুভ কামনা।

____________________________

লেখক ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়