Ameen Qudir

Published:
2018-09-03 18:57:43 BdST

'পশ্চিম বঙ্গের ডাক্তাররা পারলে বাংলাদেশের ডাক্তাররা কেন পারবেন না ! '


তথ্যপ্রকাশের মানবসেবা করতে গিয়ে একটি পা হারান এই লেখক। ফাইল ছবি

 

 



ডেস্ক ___________________________

পশ্চিম বঙ্গের ডাক্তাররা পারলে বাংলাদেশের ডাক্তাররা কেন পারবেন না !
এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক প্রবীর সিকদার। সত্য প্রকাশে নির্ভিক এই সাংবাদিক মুক্ত তথ্য প্রকাশ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় মৃত্যুর মুখে পড়েন এবং চিকিৎসকদের অনন্য সেবায় , মানুষের ভালবাসায় জীবন ফিরে পান। ডাক্তারি সেবা সহ নানা ইস্যুতে তিনি সোজা সাপ্টা কথা বলেন। সম্প্রতি তিনি এরকমই এক বক্তব্যে ডাক্তার পেশাজীবিদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন।


ওরা পারলে আমরা পারবো না কেন? শিরোনামেএক বক্তব্যে তিনি বলেন,
"


কোলকাতার নীল রতন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করা আমার এক আত্মীয় গ্রামের যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক হিসেবে যোগ দিয়েছেন, সেই স্বাস্থ্য কেন্দ্র থেকেই অবসর নিয়েছেন। তিনি ওই একটি স্বাস্থ্য কেন্দ্রেই দীর্ঘ সরকারি কর্মজীবন শেষ করেছেন। তার সেবায় মুগ্ধ হয়ে ওই এলাকার মানুষ তাঁকে ভগবান ডাক্তার বলেন। আমার ওই আত্মীয় সুযোগ পেলেই গ্রামের ওই স্বাস্থ্য কেন্দ্রে ছুটে যান; খবর পেয়ে এলাকার মানুষ নিজেদের চাষের লাউ শশা বেগুন কুমড়া চালকুমড়া ঢেঁড়স কাঁচামরিচ নারকেল মাছ...... আরও কতো কী তাঁদের প্রাক্তন চিকিৎসকের গাড়িতে তুলে দেন। ফিরে আসার সময় আমার আত্মীয় কাঁদেন, কাঁদেন ওই গ্রামের সাধারণ মানুষও।"

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়