Ameen Qudir

Published:
2018-08-04 17:38:58 BdST

আসুন, টালি করে দেখি! কতদূর এগুলো কাঙ্ক্ষিত 'জাস্টিস'


 

 
ডা. মোশতাক অাহমদ 

__________________________________


আসুন, টালি করে দেখি!
কতদূর এগুলো কাঙ্ক্ষিত 'জাস্টিস' ...

শিক্ষার্থীদের ৯ দফা

১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই বিধান সংবিধানে সংযোজন করতে হবে।

২. নৌপরিবহন মন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা গাড়ি চালাতে পারবেন না।

৪. বাসে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না।

৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. প্রত্যেক সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার দিতে হবে।

৭. সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে থামিয়ে তাদের নিতে হবে।

৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা করতে হবে।

________________________

ডা. মোশতাক অাহমদ। প্রখ্যাত কবি। গল্পকার। সিএমসি২৮।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়