Ameen Qudir

Published:
2018-08-02 15:30:08 BdST

মাননীয়গন,বাচ্চাদের উপর নিপীড়ন করতে পুলিশদের যেন নির্দেশ না দেয়া হয়


 




ডা. কামরুল হাসান সোহেল
___________________________________

বৃহষ্পতিবার সারাদেশের স্কুল,কলেজ সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে কিন্তু তারপরও ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসবে ঠিকই,তাদের ঘরে বসিয়ে রাখা যাবেনা।তাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা প্রতিদিনই রাস্তায় নামবে, কাল যদি তারা রাস্তায় নামে পুলিশ যেন আবার অতি উৎসাহী হয়ে তাদের উপর হামলে না পরে এই দিকটি খেয়াল রাখতে হবে।
বাচ্চাদের এই আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলন হিসেবে ট্যাগ করে আন্দোলন দমানোর নামে বাচ্চাদের উপর নিপীড়ন করতে পুলিশদের যেন নির্দেশ না দেয়া হয়। একটি যৌক্তিক দাবীতে বাচ্চারা আন্দোলন করছে, কোটা আন্দোলনের দাবীর মতো তাদের দাবী উপেক্ষা করা, কঠোর হাতে দমন করার চেষ্টা করা হিতে বিপরীত হবে। এমনিতেই দিন দিন জনপ্রিয়তা কমছে, কমতে কমতে তা তলানিতে গিয়ে ঠেকেছে।
সাধু সাবধান!
_____________________________

লেখক ডা. কামরুল হাসান সোহেল

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য at স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়