Ameen Qudir

Published:
2018-08-01 17:37:21 BdST

'বাসগুলোর ডেথ রেস খেলার সময় আমি দোয়া দরুদ পড়ে ব্যাগ আঁকড়ে পড়ে থাকি'


 


ডা. মোঃ বেলায়েত হোসেন
_________________________________

দেশের সব গণ পরিবহন ড্রাইভার আর হেল্পাররা সম্ভবত নিজেদের "ডেথ রেস" মুভির কেউ একজন মনে করে।

আমি যে রাস্তায় নিত্যদিন যাওয়া আসা করি,সেখানেও মাঝে মাঝেই এই ডেথ রেস খেলা হয়।আমি দোয়া দরুদ পড়ে ব্যাগ আকড়ে পড়ে থাকি।মাঝে মাঝে বাসের জানালা দিয়ে দেখা যায় আগের সন্ধ্যার কিংবা আজ সকালে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়া কোন বাস।
এরা এমনই অমানুষ,এদের কিছু বললেও পাত্তা দেয় না।সেই সাথে অমানুষ কিছু বসে থাকে যাত্রী হয়ে,তারাও এই প্রতিবাদের অংশ হয় না,মূর্তির মতো বসে থাকে।ভাবখানা এমন যেন আগে কিছু হোক,তারপর দেখা যাবে।
এই সব দুর্ঘটনায় মানুষ মরে-বাসের মানুষ,রাস্তার মানুষ;কিন্তু ড্রাইভার হেল্পারের চেহারার কোন অমানুষ সাধারণত মরে না।কি এক ভানুমতীর খেলায় তারা হারিয়ে যায় প্রায় প্রতিটা দুর্ঘটনা ঘটার পর পর।কিছুদিন গা ঢাকা দিয়ে থাকে,তারপর আবার একটা ঘটনা ঘটিয়ে পগারপার।

কেউ একজন বলেছিলেন শুধু গরু ছাগল চিনতে পারলেই হবে,ড্রাইভার হবার জন্য আর কোন যোগ্যতার প্রয়োজন নাই।এখন তাইই হচ্ছে।এই অমানুষগুলো শুধু গরু ছাগল চেনে,মানুষ চেনে না।মানুষ দেখলেই তাই গাড়ি দিয়ে পিষে মারে অবলীলায়...
_________________________

ডা. মোঃ বেলায়েত হোসেন
শাহাবুদ্দিন মেডিকেল কলেজ
০২ ব্যাচ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়