Ameen Qudir
Published:2018-07-24 01:48:18 BdST
সত্যিই সেলুকাস! বিচিত্র এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়!
পেপার কাটিং ছবি লেখকের সৌজন্যে
ডা. আতিকুজ্জামান ফিলিপ 
_____________________________
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছিলো,
"ক্লাস নেওয়ার পাশাপাশি চিকিৎসাও দিতে হবে মেডিকেল কলেজ শিক্ষকদের।"
খুব জানতে ইচ্ছে করে-
এমন দেউলিয়াপনা নির্দেশনা যারা দেয় এটা কি তাদের যোগ্যতার ঘাটতি না-কি ইচ্ছাকৃতভাবে জনমানষে চিকিৎসকদেরকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বাহবা নেওয়ার অপপ্রয়াস!
মেডিকেল কলেজের শিক্ষকরা ক্লাস নেওয়ার পাশাপাশি রুগিও দেখেন অনেক আগে থেকেই,
সেই শুরু থেকেই।
এটা নতুন কিছু নয়!
বুঝলাম না এখানে নতুন করে নির্দেশনা দেওয়ার কি হলো!!
যারা নির্দেশ দিয়েছেন তারা হয়তো শুধু চুল বাঁধতে জানেন কিন্তু তারা জানেননা যে,
আমদের চিকিৎসক শিক্ষকদেরকে যেমন চুল বাঁধতে হয় তেমন একইসাথে তাদেরকে রাঁধতেও হয়!!
একইরকমভাবে স্বাস্থ্যমন্ত্রী বছর দু'য়েক আগে এক সভায় এই বলে বাহবা নিতে চেয়েছিলেন যে,
"এখন থেকে চব্বিশ ঘন্টা হাসপাতালে জরুরী সেবা চালু থাকবে।"
অথচ আমরা চিকিৎসকরা জন্ম থেকেই দেখছি হাসপাতালগুলোর জরুরী বিভাগ খরা-বৃষ্টি, ঝড়-জলোচ্ছ্বাস-বন্যা-প্লাবন, সুনামী-মহামারী, ভূমিকম্প-অগ্নিকাণ্ড, ঈদ-পূজা-পার্বন, হরতাল-অবরোধ সবসময়ই চব্বিশ ঘন্টা খোলা থাকে।
এটা নতুন কিছু নয়!!
সত্যিই সেলুকাস!
বিচিত্র এদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়!!
__________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       