Ameen Qudir

Published:
2018-07-23 17:15:13 BdST

'আপনি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, তাতে কি !ব্যর্থতা ভুলে গিয়ে নব উদ্যমে শুরু করুন'


 


ডা. কামরুল হাসান সোহেল
_______________________________

লাইফে 'মুভ অন' খুব জরুরি, সফল হতে চাইলে থেমে যাওয়া যাবেনা। আপনি পরীক্ষায় ব্যর্থ হয়েছেন, আপনি ভাবলেন আপনার জীবন শেষ।আপনি ভাবলেন আপনাকে দিয়ে আর কিছু হবেনা, আপনি যদি এখানেই থেমে যান তাহলে সত্যিই আপনার জীবন শেষ।যদি তা না করে আপনি 'মুভ অন' করেন, ব্যর্থতা ভুলে গিয়ে নব উদ্যমে শুরু করেন তাহলে আপনি শুধু সফলই হবেন না, শীর্ষস্থান ও হয়তো দখল করতে পারবেন।

আপনি ব্যবসায় ব্যর্থ হয়েছেন, ভাবলেন আপনি শেষ, আপনাকে দিয়ে আর কিছু হবেনা?এই ভেবে যদি ব্যবসা গুটিয়ে নেন তাহলে আপনি সত্যিই শেষ হয়ে যাবেন তা না করে যদি আপনি 'মুভ অন' করেন, ব্যবসায় আরো সময় দেন, আরো পরিশ্রম করেন, আরো বিনিয়োগ করেন তাহলে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন।

জীবনের প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা আসবেই, এই ব্যর্থতাকেই চূড়ান্ত ব্যর্থতা ভেবে সব আশা ছেড়ে হতাশ হয়ে পরলে জীবনে কখনো সফলতা আসবেনা। যারা এই ব্যর্থতাকে ঝেড়ে ফেলে লাইফে 'মুভ অন' করে, নব উদ্যমে শুরু করে আবার তারা ই সফল হয় শেষপর্যন্ত।
____________________________

লেখক ডা. কামরুল হাসান সোহেল

আজীবন সদস্য, স্বাধীনতা চিকিৎসক পরিষদ , কুমিল্লা জেলা।
কার্যকরী সদস্য at স্বাধীনতা চিকিৎসক পরিষদ
আজীবন সদস্য,বিএমএ কুমিল্লা।
সেন্ট্রাল কাউন্সিলর, বিএমএ কুমিল্লা

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়