Ameen Qudir

Published:
2018-07-19 16:31:29 BdST

আইকিউ ১০০ তে ১০০ বলে কিছু নেই: গাধার আইকিউ ৪৫





ডা.রাজীব হোসাইন সরকার
____________________________

আইকিউ ১০০ তে ১০০ বলে কিছু নেই।

গাধার আইকিউ ৪৫।

অ্যাভারেজ আইকিউ হল- ১০০ -১২৯ এর মধ্যে। তবে অধিকাংশ মানুষের আইকিউ ৮৫ থেকে ১১৫ এর মধ্যে। যদি কারো ৭০ এর নিচে যায় তাহলে সে মানসিকভাবে পাগল।

একজন পোকার খেলা জুয়াড়ির আইকিউ ১৬০।

আইকিউ কীভাবে বুঝবেন?
কার সাথে জোকস করা যাবে না, এটা বুঝতে পারার উপর আপনার আইকিউ নির্ভর করছে।

জোকস করার পর, রিয়েকশন উলটো দেখে মন খারাপ করে "জোকসও বুঝিস না" বলা অর্থ আপনার আইকিউ রেগে যাওয়া পাবলিকের চাইতেও কম।

সত্যিকারের আইকিউ টেস্ট করতে হলে একজন ক্লিনিক্যাল সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। তবে কেউ চাইলে নিচের লিংকে গিয়ে ২০ টা প্রশ্নের রিপ্লাই দিয়ে নিজের আইকিউ পরিমাপ করতে পারেন।
খেয়াল রাখবেন, যে প্রশ্নগুলো পারবেন না, সেগুলো স্কিপ করবেন। ভুল এনসার করলেই আইকিউ কমতে থাকবে। কারণ কী?

যাদের আইকিউ কম তারাই পরীক্ষায় আন্দাজে দাগায়।

হ্যাপী টেস্টিং

লিংকঃ https://www.free-iqtest.net/iq.asp
_______________________

ডা.রাজীব হোসাইন সরকার। কথাশিল্পী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়