Ameen Qudir
Published:2018-07-17 21:38:28 BdST
সাতকানিয়া পৌরসভার ব্যবস্থাপনায় ভারতীয় মেডিকেল ক্যাম্প : কোন দেশে আছি!
ডা. সাদিকুল আলম 
___________________________
সাতকানিয়া পৌরসভার ব্যবস্থাপনায় ভারতীয় ডাক্তারদের মেডিকেল ক্যাম্প নিয়ে এখন তোলপাড় চলছে। 
দেশের জনপ্রতিনিধিদের অফিস পৌরসভায় ,তাদের ব্যবস্থাপনায় কেমন করে সম্ভব হল এই ম্যাডিকেল ক্যাম্প। সবাই বিস্মিত। 
ডাক্তার প্রতিদিনে এই বিস্ময়কর খবর দেখে একজন ডাক্তার হিসেবে বিশ্বাস করতে পারি নি। পরে সেখানে দেয়া হেলথক্যাম্পের আয়োজকদের অন্যতম সাইফুলের ফোনে ঘটনার সত্যতা জানতে চাইলাম।
সাইফুল অতি বিনয়ী মানুষ। তিনি ফোনে জানালেন, ১৫ জুলাই সুন্দরভাবে এই ক্যাম্প হয়েছে। এই ক্যাম্পের জন্য কোন ফি নেয়া হয়নি। ভারতীয় ডাক্তাররা এসেছিলেন। কয়েক শ রোগী সুন্দরভাবে তারা দেখেছেন। কোন সমস্যা হয় নি। 
তিনি বলেন, সাতকানিয়া পৌর সভার চেয়ার টেবিল জায়গায় এই ক্যাম্প তাদের অনুমতিতে হয়েছে। এটা কোন লাভজনক কাজ নয়। সম্পূর্ণ জনহিতকর কাজ। 
জনাব সাইফুলের বক্তব্য শুনে অবাক হলাম এতটাই যে আমার মুখে কোন ভাষা আর জোগাল না। 
মনে মনে সিদ্ধান্ত নিলাম,ডাক্তার প্রতিদিনের লেখায় আর কখনোই অবিশ্বাস করবো না। যদি তারা লেখে , বাংলাদেশের গ্রামে মঙ্গল গ্রহের ডাক্তারদের ক্যাম্প। তাও বিশ্বাস করব। কেননা,এই ঘটনা আমাদের এতটাই বিস্মিত করেছে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       