Ameen Qudir

Published:
2018-07-15 02:11:34 BdST

সড়ক-হত্যার শিকার প্রকাশ ডাক্তার ছিলেন বলেই কি জাতির বিবেকঅলাদের মুখে তালা




ডা. আবদুর রাজ্জাক রতন
______________________________

একজন "কসাই " ডাক্তার সড়ক সন্ত্রাসীদের চাকার নীচে শোচনীয় মৃত্যুবরণ করেছেন বলে কি জাতির নানা সেক্টরের বিবেকগুলো কি জাগবে না।
অথচ হাসপাতালে পান থেকে চুন খসলেই তো তারা ডাক্তারদের বিরুদ্ধে নগ্ন হামলায় নেমে পড়েন।


ডা. শামির শাকির প্রকাশ সম্প্রতি গাজীপুরে এক মর্মান্তিক সড়ক হত্যাকান্ডে মারা গিয়েছেন। বিআরটিসি বাসের চাপায় মারা গিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এর ৩ নং গেটের বিপরীতে রাস্তার সাইডে বাইকের উপর বসা ছিলেন। তখন বিআরটিসি বাস এসে তাকে চাপা দেন।এবং হেলমেট মাথায় থাকা অবস্থায় মাথা থেতলে দেয়।


এই পরিবহন সন্ত্রাসের বিচার কি হবে আদৌ ! এই লাশের ভার আমরা কেমন করে নেব।
এখন কোথায় জাতির বিরাট টকশো স্টাররা। কোথায় মিডিয়া। প্রকাশ ডাক্তার বলে কি সবাই চুপ মেরে গেছে।
নাকি মিডিয়া এভাবে চুপ থেকে তাদের গো্পন হিংসার বদলা নিচ্ছে।

ডা. প্রকাশ হত্যার প্রতিবাদে তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজের সামনে মানববন্ধন ও ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয়েছে ।
সেখবরও মিডিয়াতে আসে নি। অনলাইন বিপ্লবীরাও চুপ।
অঅমরা ডাক্তাররা চুপ থাকব না। আমাদের দাবি,
অবিলম্বে ঘাতক খুনী ড্রাইভারকে গ্রেফতার করতে হবে।
ঘাতক ড্রাইভার এর সর্বোচ্চ শাস্তির দাবিতে এবং এ ব্যাপারে প্রশাসনের কাছ থেকে এ ব্যাপারে জোরালো আশ্বাস না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।

সকল মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল ডাক্তার,ছাত্র - ছাত্রী ভাই বোন সকল ভাই বোনদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের এ আন্দোলনে সাথে থাকার জন্য।

আমরা কেউ নিরাপদ নই। নিজেদের নিরাপত্তারন জন্য একজোট হতে হবে।

ডা. প্রকাশ শুধু একজন সাধারণ পথচারী নন। তিনি ছিলেন হাজারও অসহায় মানুষের সেবক। তিনি একজন ডাক্তার , আসুন সবাই মিলে একজন ডাক্তারের খুনের প্রতিবাদে একটু আওয়াজ তুলি।
প্রকাশ ভাইয়ের এগার মাসের বাচ্চাটা যেন আফসোস না করে । তার বাবার হত্যার বিচার বাস্তবায়ন দরকার।

আসুন সবাই মিলে দেখিয়ে দেই যে আমরা পারি আমাদের ডা. প্রকাশ ভাইয়ের সড়ক হত্যার বিচার পেতে।
এটা কোন অ্যাকসিডেন্ট ছিল না,এটা হত্যাকান্ড।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়