Ameen Qudir
Published:2018-07-13 18:43:43 BdST
শোক রচনারাফা চলেই গেল শেষ পর্যন্ত
ডা নাসিমুন নাহার মিম্ মি
_______________________
৫৫ দিনের সুদীর্ঘ সামার ভ্যাকেশনে এবার আমার ঢাকা আসার অন্যতম কারন ছিল রাফা। ওর সাথে দেখা করা ,কিছু সময় ওর সাথে কাটানো, কিছু মানুষের ভালোবাসার বার্তা নিয়ে দেখা করতে গিয়েছিলাম রাফা র সাথে।
ঢাকা আসার একদিন পরে দেখতে গিয়েছিলাম রাফাকে। আর আজ ঢাকা ছেড়ে যাবার ঠিক একদিন আগে জানতে পারলাম রাফা নেই। মানুষের জীবনটা কত ক্ষনস্থায়ী ।
একজন ক্যান্সারের রোগী কতখানি মানসিক শক্তিতে বলীয়ান হতে পারে অল্প কিছু সময় রাফা র সাথে কাটিয়ে নিজের চোখে তা দেখেছিলাম।
রাফা আর নেই ! 
আজ সকালে এই খবরটা জানার পর থেকে ওর মুখটা চোখে ভাসছে। লিফট থেকে নেমে ওর বাসায় দরজার বেল বাজালে হাসি খুশি মুখের একটা মেয়ে দরজা খুলে দিল। প্রাণবন্ত উচ্ছল এই মেয়েটি ছিল আমাদের রাফা।
রাফা একটা জিনিস প্রমাণ করে গেছে----- বাংলাদেশের ডাক্তার কমিউনিটি ইচ্ছে করলেই এক সাথে এক মতে পৌঁছে কাজ করতে পারে। সরকারী বেসরকারী,সিনিয়র জুনিয়র সব রকম ভেদাভেদ ভুলে সর্বস্তরের মেডিকেল কমিউনিটি রাফা র পাশে দাঁড়িয়েছিল।
শুধু মেডিকেল কমিউনিটি না, দেশের আপামর জনসাধারণও সমানভাবে রাফা র জন্য ভালোবাসার প্রকাশ করেছিল।
রাফা যুদ্ধ করেছে ক্যান্সার কে সাথে নিয়ে, মরার আগে সে মরে যায়নি। হাল ছাড়েনি। আশায় বুক বেঁধেছে।
বেঁচে থাকার, ডাক্তার হবার স্বপ্ন দেখেছে।ক্যান্সার নিয়ে লেখাপড়া করার,কাজ করার স্বপ্ন দেখেছিল।
আমরা রাফা কে ধরে রাখতে পারলাম না।
কষ্ট হচ্ছে ।এটা সত্যি। 
তবে পাশাপাশি এটাও সত্যি as a human being আমরা সবাই যার যার জায়গা থেকে অন্তত চেষ্টা করেছি রাফা কে মারা যাবার আগে পৃথিবীর অমোঘ একটা সত্যটা জানাতে-----"মানুষ মানুষের জন্য। "
সৃষ্টিকর্তা রাফা'কে চিরস্থায়ী শান্তি দান করুক।
রাফা র বাবা মা ভাইকে ধৈর্য দান করুন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার।
রাফা,
#আমরা_তোমাকে_মিস_করব।
________________________
ডা নাসিমুন নাহার মিম্ মি । সুলেখক।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       