Ameen Qudir

Published:
2018-07-12 16:57:21 BdST

বাংলাদেশের সেরা দশ কাব্যগ্রন্থের তালিকায় ' সোনালি কাবিন ' আসবেই


 

মেজর ডা. খোশরোজ সামাদ
_____________________________
' আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে,
হেথায় খুঁজি, হোথায় খুঁজি, খুঁজি বাংলাদেশে'
বাংলাদেশের এক ভূমিপুত্র আল মাহমুদ। বাংলাভাষার সেরা দশ কাব্যগ্রন্থের তালিকা রচনা করতে গেলে তাঁর ' সোনালি কাবিন ' অনিবার্যভাবে আসবেই ।ওপার বাংলায় সোনালি কাবিনের প্রকাশনার সিলভার জুবিলি ট্রাম্পেট বাজিয়ে উদযাপন করা হয়।

২।'ট্রাক ট্রাক ট্রাক
শুয়োরমুখো ট্রাক এসেছে, দুয়োর বেঁধে রাখ --
----
ট্রাকের বুকে আগুন দিতে মতিয়ূরকে ডাক'
উনসত্তরের উন্মাতাল দিনগুলিতে এমন অগ্নিগর্ভ পংতিমালা কেবল আল মাহমুদের পক্ষেই লেখা সম্ভব।
'পানকৌড়ির রক্ত' বাংলা কথা সাহিত্যে সম্পূর্ণ ভিন্ন মাত্রার সংযোজন করে।

 

৩। তিনবছর আগে কবির বাসভবনে একান্ত আলাপচারিতায় তাঁকে তাঁরই রচনার অমিয় শব্দাবলী যখন শোনাচ্ছিলাম তখন তাঁর দুচোখে অবিরল অশ্রুধারা গড়িয়ে পরছিল। সেই মণিমাণিক্য মুছিয়ে দেয়ার শক্তি আমার ছিল না। শুধু ভাবছিলাম এই শক্তিমান এক কবির পাশে কিছুক্ষণ বসে থাকবার সময় এক অদৃশ্য তীব্র সৌরভে সুরভিত হলাম,অচেনা এক আলোর বিচ্ছুরণে আলোকিত হলাম।

৪।কবি আল মাহমুদ এর আজ ৮৩ তম জন্মবার্ষিকী। সুস্থ হোন, নব তারুণ্যে জাগুন। বিশ্বের অমর -অজয়- অক্ষয় কবিতাগুলি এই বাংলার মাটিতে,এই বাংলাভাষাতেই রচিত হোক।
______________________


লেখক
মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়