Ameen Qudir

Published:
2018-07-11 17:15:01 BdST

সর্বপ্রিয় হুমায়ুন আহমেদ যেভাবে বাংলাদেশের ডাক্তারদের বাঁচিয়ে গেছেন:অপ্রিয় রুঢ় বাস্তব


 

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ

_____________________________

অপ্রিয়_সত্য_শঙ্কা

আজ থেকে প্রায় বছর পাঁচেক আগে কোলন ক্যান্সারে আক্রান্ত এপার বাংলা ও ওপার বাংলার কোটি কোটি বাঙালীর প্রিয়তম বাংলাদেশী ঔপন্যাসিক ড.হুমায়ুন আহমেদ আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যূ বরণ করেন।

তার এই অকাল প্রয়ান বাংলাদেশ ও বাংলা সাহিত্যের জন্য ছিলো একটি অপূরনীয় ক্ষতি।
স্বভাবতই এই দূর্মোচনীয় ক্ষতিতে ও গভীর শোকে আমরা সমস্ত বাঙালীই সেদিন মূহ্যমান হয়ে পড়েছিলাম।

এই শোকের মাঝেও সেদিন যে নিদারুন শঙ্কাটি বারবার মনের কোনে উঁকি দিয়েছিলো তা ভাবতে আজও এই পাঁচবছর পর রক্ত হিম হয়ে আসে।

সেদিন প্রিয় হুমায়ুন আহমেদ আমেরিকার হাসপাতালে মারা গিয়ে বাঁচিয়ে দিয়ে গিয়েছিলেন এদেশের চিকিৎসকদেরকে।
কথাটি শুনতে অপ্রিয় হলেও এটাই সত্য,এটাই রুঢ় বাস্তব।

যদি এই প্রিয় লেখকের অপারেশনটা এদেশের কোন হাসপাতালে হতো এবং এদেশেরই কোন চিকিৎসক অপারেশনটা করতেন তবে তার(লেখকের) মৃত্যূর পর তার অগুনিত ভক্তকূল মুহুর্তেই সেই হাসপাতাল এবং সেই চিকিৎসকের যে পরিণতি ডেকে আনতো তা ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠে।

হয়তো সেই চিকিৎসকের জানাজাও প্রিয় লেখকের সাথে একইসাথে আমাদেরকে পড়তে হতো!
বিগত কয়েকবছর যাবৎ এদেশে 'ভুল চিকিৎসা'র মিথ্যা অভিযোগ এনে চিকিৎসক নির্যাতনের পৌনঃপুনিক ঘটনাগুলো অন্তঃত আমাদেরকে সেরকমই ইঙ্গিত দেয়!!

অথচ যে রোগের কারনে এই প্রিয় লেখকের যে অপারেশন হয়েছিলো সেই একই রোগের কারনে একইরকম অপারেশন এদেশের চিকিৎসকরা এদেশেরই সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে অহরহ করে যাচ্ছেন।
এবং তার সাকসেস রেইটও বিশ্বের অপরাপর যেকোন দেশের চেয়ে কোন অংশে খারাপ নয়।
এসব ক্ষেত্রে বেশীরভাগ রুগিই যেমন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যান তেমনই দু'একজন রুগিকে মৃত্যূকে আলিঙ্গন করে নিতে হয়।

আমরা বলছি না যে,
এমেরিকার হাসপাতালে অপারেশন করেই তার(লেখকের) মৃত্যূ নিশ্চিৎ হয়েছে।

বরং আমরা বলতে চাচ্ছি,
আমরা চিকিৎসকরা শুধুমাত্র রোগের চিকিৎসা করতে পারি, মৃত্যূর নয়।
পৃথিবীর কোন চিকিৎসকই আজ পর্যন্ত মৃত্যূকে জয় করতে পারিনি, ভবিষ্যতেও পারবে না।।
আমরাও কখনোই মৃত্যূকে জয় করতে পারবো না!!

দূর্ভাগ্য এদেশের চিকিৎসকদের যে,
এদেশেরই কিছুসংখ্যক মানুষ ও সাংবাদিক মৃত্যূর এই অমোঘ নিয়মটাকে মেনে নিতে পারেন না!
এই মৃত্যূর জন্য তারা চিকিৎসককেই আজরাঈল সাব্যাস্ত করে থাকেন!!
___________________________

 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ;স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক;চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।

সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়