Ameen Qudir

Published:
2018-07-09 19:08:43 BdST

সাংঘাতিক মেডিকেল কলেজ ও হাসপাতাল


ছবি কার্টুন হিসেবে দেয়া

 


ডা সুরেশ তুলসান
__________________________


গতরাতে বেশ বাজে বিচ্ছিরি একটা স্বপ্ন দেখলাম। এলাকাটা কোথায় ভালো করে বুঝতে পারলাম না। কেরানিগঞ্জ বা জিঞ্জিরা হতে পারে। ইয়া বড় বড় আলিশান বিল্ডিং।

ভিতরে বেশ কিছু মানুষ জনের পদচারনা। মনে হল কিছু শিক্ষক, আবার কিছু ছাত্র ছাত্র ভাব। কিছু অসুস্থ মানুষজন ও নজরে পড়লো। আরও বেশকিছু মানুষ জন দেখলাম, এর মধ্যে কিছু রোগী দের আত্বীয় পরিজন, কিছু কর্মচারী ইত্যাদি।

প্রায় সকলের পরনেই অনেক অনেক পকেটওয়ালা জামা প্যান্ট । অনেকের হাতে আবার DSLR ক্যামেরা। সুন্দর সুসজ্জিত, এক কথায় অপুর্ব পরিবেশ।

ভিতরে প্রবেশ করে দেখলাম অনেক বড় বড় ওয়ার্ড, কেবিন,। ঝাঁ চকচক পরিবেশ। বেশ কিছু মানুষজন নজরে পড়লো। একটু আগে বর্ণনা করা একই রকম বেশভূষা। এক বেড থেকে অন্য বেডে, এক কেবিন থেকে অন্য কেবিনে যাচ্ছে।

বুঝলাম রাউন্ড হচ্ছে। প্রায় সকলেই DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলতে মনোযোগী। কেউ কেউ আবার ছোট ছোট নোটবুকে কি কি যেন টোকাটুকি করছে।

বাইরে সুবিশাল নিয়ন বাতির সাইনবোর্ড। লেখা -

" সাংঘাতিক মেডিকেল কলেজ ও হাসপাতাল "।
---------------------------------------------------

পাশে একটা বোর্ডে সিটিজেন চার্টার।

১. সাংঘাতিক দের দ্বারা পরিচালিত শুধুমাত্র সাংহঘাতিকদের জন্য মেডিকেল কলেজ ও হাসপাতাল।

২.এখানে সকল শিক্ষক, ছাত্রছাত্রী,সেবিকা, রোগী, রোগীর আত্মিয় পরিজন সকলেই সাংঘাতিক।

৩. আমরা ডাক্তাদের দেয়া প্রচলিত প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় বিশ্বাসী নই।

৪. ডাক্তারদের মত ভুল চিকিৎসা দেয়া হয় না এখানে।

৫.এখানে সাংঘাতিক নিয়মে, সাংঘাতিক পদ্ধতিতে,সাংঘাতিক চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে চিকিৎসা দেয়া হয়।

৬. এখানে চিকিৎসা করালে রোগী মরুক বাঁচুক বড় কথা নয়, রোগীর চিকিৎসা ত্রুটি নিয়ে অন্তত কোন সমবাদ হবে না এই গ্যারান্টি দেয়া হয়।

৭.পৃথিবী তে কেউ জানতেও পারবেনা আমাদের সঠিক নির্ভুল সাংঘাতিক পদ্ধতির চিকিৎসায় কেন কিভাবে আপনি বা আপনার রোগী সুস্থ্য হলো না অথবা অক্কা পেলো।
_____________________________

ডা সুরেশ তুলসান । সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়