Ameen Qudir

Published:
2018-07-09 18:11:45 BdST

আসল কসাইগিরি ওরা করবে:আর কসাই গালি আমরা ডাক্তাররা শুনবো : তা মানা যায় না


 

 

ডা. শিরীন সাবিহা তন্বী
________________________________


ফাজিল,দুর্নীতিবাজ, হলুদ সাংঘাতিকদের দ্বারা বায়াসড লোকজনের থেকে শুনতে হবে ডাক্তাররা প্রাইভেট হাসপাতালে চেম্বার প্রাকটিস বন্ধ রাখতে পারে কি পারে না?
নাহ!
হবে না।
শুরু থেকে একটা কথাই বলতিছি।
একজন মেরুদন্ডী কান্ডারী ই যথেষ্ঠ সব কলুর বলদ দের আক্কেল ঠিক করতে।

এখন চিটাগং এ প্রাইভেট প্রাকটিস বন্ধ বিএমএ এর সমর্থনে।

এখন কেন্দ্রীয় বিএমএ ঘোষনা দিক,চট্টগ্রামে অযাচিত ভাবে ম্যাক্স হাসপাতালে হনু কতৃক তান্ডব চালাবার অপরাধে সারা দেশে প্রাইভেট প্রাকটিস বন্ধ!

আমরা ডাক্তাররা আজরাইলের ছোট ভাই না।রুগীর জীবনের নিশ্চয়তা আমরা দিতে পারব না।
আমরা ঝাঁড় ফুঁক তুক তাক করা ওঝাঁ বৈদ্য ও না।
আমরা কেবল বই খাতা লব্ধ জ্ঞান দ্বারা রুগীর সুস্থতার চেষ্টা করতে পারি।কাজ করতে গিয়ে জীবন বাঁচাতে গিয়ে ভুল হতে পারে।

তার নির্ধারক সিনিয়র ডাক্তার।বইয়ের জ্ঞান।
কিছু আবাল সাংঘাতিকের বেয়াদবী আর ঔদ্ধত্বপনা ভুল চিকিৎসা প্রমানের নিয়ামক না।
রুগী মরলেই ভুল চিকিৎসা বলে হাঙ্গামার এই নোংরা কালচার বন্ধ করতে হবে।

ডা. ফয়সল ইকবাল চৌধুরী র
পাশে ছিলাম।
পাশে আছি।
পাশে থাকব।
আপনার ইস্পাতের মেরুদন্ড বাংলাদেশের সমগ্র চিকিৎসক সমাজকে এক পতাকাতলে দাঁড় করাক।আর আমরা সারিবদ্ধভাবে আমাদের কর্মক্ষেত্র প্রাপ্য অধিকার নিয়ে চিৎকার করি!
অতল সম্মাননা এবং নিরন্তন শুভকামনা চট্টগ্রামের প্রাইভেট প্রাকটিস বন্ধ রাখা সকল চিকিৎসকদের জন্য।

এই মুহূর্তে আমাদের একজন সজ্জন একজন সত্যিকারের চিকিৎসক অভিভাবকডা. ফয়সল ইকবাল চৌধুরী কেবল অভিভাবকের দায়িত্ব পালন করতে গিয়ে একজন অভিযুক্ত চিকিৎসককে অযাচিত হেনস্থা থেকে রক্ষা করতে গিয়ে সাংবাদিক রুপী কিছু স্বাস্থ্য সন্ত্রাসী,চাঁদাবাজ এবং বিদেশী ক্লিনিকগুলোর দেশীয় এজেন্ট দের খপ্পরে পরেছেন।এই সকল সাংবাদিকগন সত্যিকারের যারা সাংবাদিক তাদের ও শত্রু।কারন নিজেদের হীন এবং গোপন স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা নিজের সম্মানিত এবং কষ্টকর সাংবাদিকতা পেশাটার অপব্যবহার করছেন।

এমতবস্থায় আপনার জায়গা থেকে আপনার দায়িত্ব কি?
জানি অনেক না পাওয়া অবহেলা বঞ্চনা আমাদের সহানুভূতিহীন করেছে।কিন্তু এ লড়াই অস্তিত্বের।
ওরা এটাই চায় যে বাংলাদেশে রুগী মৃত্যুবরন করলেই যেন ডাক্তারদের দোষারোপ করে তার সারাজীবনের আয় চাঁদা রুপে গ্রহণ করা যায়।বিনা পরিশ্রমে আয়।
ডাকাতি কসাইগিরি ওরা করবে।আর কসাই গালি আপনি শুনবেন।
তাই এক্ষুনি সময়।এই অনাচারের বিরদ্ধে জেগে উঠুন।


______________________________

ডা. শিরীন সাবিহা তন্বী
৩২ তম শেবাচিম
২০০০ - ২০০১সেশন

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়