Ameen Qudir

Published:
2018-07-07 16:17:52 BdST

ভবিষ্যৎ ডাক্তারদের জন্য ১০ পয়েন্ট


 

 

ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ
_____________________________


(১) ঐক্যবদ্ধ থাকতে হবে সব বিভেদ ভুলে।

(২)সহনশীল আচরনে ক্ষতি হয় না।বরং সন্মানিত হবেন।

(৩)রোগীর চিকিৎসার ব্যপারে আগে থেকেই ব্যখ্যা করুন।

(৪)নিজের নিরাপওার বিষয়ে সচেতন থাকুন।

(৫) রোগীর সাথে বন্ধুর মত আচরণ আরোগ্য কে তরান্বিত করে।

(৬)প্রয়োজনে ৪/৫ দিনে ছুটিতে থাকুন।

(৭) নীতিবান মানুষ সন্মান পায়।

(৮) মানুষ কি ভাবছে তা নিয়ে ভাববেন না।আপনার বিবেক কি বলে সেটাই গুরুত্বপূর্ণ।

(৯) মনে রাখবেন সৃষ্টিকর্তা সবাইকে চিকিৎসক করেন না।

(১০) নেগেটিভ মানুষ ও কথা এড়িয়ে চলুন।অধিকাংশ মানুষ ঘটনা না জেনেই মন্তব্য করে।

অধিকাংশ ডাক্তার ভাল।কিছু খারাপ লোক সব পেশাতেই আছে এবং থাকবে।হতাশ হবেন না।এ দেশেও একদিন সিস্টেম ঠিক হলে ডাক্তারি পেশার সন্মান বৃদ্ধি পাবে।নুতনরাই পারবে এ পেশার মর্যাদা রক্ষা করতে।
__________________________

ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ
পরিচালক
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়