Ameen Qudir
Published:2018-07-06 20:34:05 BdST
ছড়াকবিতাএবারের ফুটবল
অধ্যাপক ডা. অমল মিত্র
_______________________
বড় বেশী গোলমেলে এবারের ফুটবল
কোন দল টিকে গেল ফিরে গেল কোন দল
পর্তুগালের সেরা রোনালদো কোথা ভাই
আর্জেন্টিনার মেসি - জারিজুরি আর নাই
জার্মানী ধরাশায়ী, স্পেন পগার পার
মেক্সিকো মাতালো কিছু, ব্রাজিলের কাছে হার
বেলজিয়াম কি টিকে যাবে দেখা যাক ফ্রাইডে
এশিয়ার দেশ নেই এবারের গাইডে
ব্রাজিলের আশাটুকু জ্বলে মৃদু টিম টিম
সুইডেন ইংল্যান্ড আশায় পাড়িছে ডিম
বিড়ালের শিঁকে ছেড়া? রাশিয়ার চান্স নাই
গোঁফে তাও দিচ্ছে গো ফ্রান্স যে বড় ভাই
আরো আছে ক্রোয়েশিয়া উরুগুয়ে কম নয়
মনে হয় ফাইনালে নতুনের হবে জয়।
_________________________

অধ্যাপক ডা. অমল মিত্র। কবি ও সুলেখক। 
১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারী পাশ করেন। বর্তমানে আমেরিকার মিসিসিপি অংগরাজ্যে স্থায়ী বসবাস। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       