Ameen Qudir

Published:
2018-07-03 16:58:07 BdST

ছবির মত এসব বাড়ি এখন বাংলাদেশের গন্ড গ্রামেও তৈরী হচ্ছে



প্রায়ই অনেক পাঠক ফোন করেন, বাড়ি নির্মাণ নিয়ে লেখা কেন আর দেই না। আমাদের ডাক্তারদের কি বাড়ি ঘর লাগে না। আমরা কি খোলা আকাশের নীচে থাকি। তাদের জন্য এই লেখা।


ডেস্ক _______________________

বাড়ি মানুষের আগ্রহ চিরন্তন। ডাক্তার পেশাজীবিদের মাঝেও ব্যাপক কৌতুহল। প্রায়ই অনেক পাঠক ফোন করেন, বাড়ি নির্মাণ নিয়ে লেখা কেন আর দেই না।
আমরা বলি, কোন কোন পাঠক অভিযোগ করেন, ডাক্তার প্রতিদিনে ইঞ্জিনিয়াররা কেন। তাই দেই না।
পাঠকরা বলেন, আমাদের ডাক্তারদের কি বাড়ি ঘর লাগে না। আমরা কি খোলা আকাশের নীচে থাকি। ফালতু কথায় কান দেবেন না। ডাক্তার প্রতিদিনে বাড়িঘরের কথাও দেখতে চাই।
পাঠকদের ব্যাপক দাবির মুখে আবারও শরনাপন্ন হলাম বর্ণা ইঞ্জিনিয়ারিংএর কাছে।
তারা নানা খবর ডিটেইলে দেন।


এবার তেমনই এক প্রজেক্টের কথা। বলছেন বর্ণা ইঞ্জিনিয়ারিংএর নিজস্ব কলাম লেখক।

প্রজেক্ট নাম:- ধুপছায়া
ঠিকানা:- ভুরঘাটা, কালকিনি, মাদারিপুর
আয়তন:- প্রতি ফ্লোরে ২৮৫০ স্কয়ারফিট ( সর্বমোট জমি আছে ১.৮৩ একর )
খরচ:- আনুমানিক ১ কোটি টাকা (শুধু মুল ভবনটির খরচ)

মাদারিপুরে এই প্রজেক্টটি করতে গিয়ে আমরা প্রথমে জমিটি ভিজিট করতে যাই। অসাধারণ সুন্দর লোকেশনে জমিটি অবস্থিত। দুই পাশেই রয়েছে দুইটি গুরুত্বপূর্ণ রাস্তা। আমাদের প্রতি টার্গেট ছিলো যাতে জমিটিতে এমন ভাবে ল্যান্ডস্কেপিং এর কাজ করতে হবে যাতে বর্তমান পুকুরটি রেখে বাড়ির সৌন্দর্য্যমন্ডিত করা যায়। বাড়িটিতে আলাদা ভাবে একতলা একটি বাড়ি করা হয়েছে পুকুরের অন্যপারে। পুকুরের দুইপারে বাড়ি দুটি রাখা হয়েছে। এক তলা বাড়িটিতে দুইটি বেড, এবং একটি বড় হলরুম রাখা হয়েছে যাতে সেখানে বাড়তি গেস্টদের নিয়ে মিটিং করা যায় অথবা অতিরিক্তি গেষ্টদের জায়গা দেয়া যায়। এছাড়া বাড়ির কেয়ারটেকারদের থাকার জন্য একটি ব্যবস্থা করা যায়। পুকুরটিতে যাতে মাছ ধরার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।

ভবনটির ডিটেইলস

নিচতলাতে আছে

১) দুইটি ড্রইং রুম (একটি বড় এবং একটি ছোট)(একটি এটাচ বাথরুম)
২) একটি ডাইনিং রুম সাথে একটি কমন বাথরুম
৩) দুইটি গেস্টবেডরুম (একটি এটাচ বাথরুম)
৪) একটি ওয়েট কিচেন, একটি ড্রাই কিচেন, সার্ভেন্ট বেড, সার্ভেন্ট বাথ।

দ্বিতীয়তলাতে আছে

১) চারটি বেডরুম
২) চারটি এটাচ বাথরুম উইথ ক্লজেট
৩) চারটি বারান্দা
৪) একটি ফ্যামিলি লিভিং
৫) একটি সুবিশাল পোর্চ

ছাদে আছে
১) থিয়েটার অথবা বারবিকিউ অথবা ইনডোর গেমস এর স্পেস
২) ওপেন স্পেস

ডিজাইন টিম
আর্কিটেক্টঃ আবির হোসাইন রবিন , দেলোয়ার হোসাইন, তাওহিদ আহমেদ।
স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারঃ এ এস এফ সিদ্দিকী, আয়শা সিদ্দিকা মুক্তি, মাসুদ পারভেজ
থ্রিডি ডিজাইনারঃ রুবেল মাহমুদ

বিদ্র:- এই বাড়িতে প্রতি ফ্লোরে ২৮৫০ স্কয়ারফিট করে ২ টি ফ্লোর এবং ছাদমিলিয়ে মোট ৬২০০ স্কয়ারফিট আছে। আমরা কস্টিং এর সময় প্রতি স্কয়ারফিট এ ১৬০০ টাকা করে খরচ ধরেছি। এতে মোটামুটি ১ কোটি টাকার মধ্যে কাজ সম্পন্ন হয়ে যাবে। এই খরচে মিডিয়াম ফিনিশিং এ কাজ করা যাবে। আপনি যদি আরো বেশি ভালো মালামাল ব্যবহার করতে চান তবে আরো বেশি খরচ হবে।

বাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে কল করুন
Engr. Boshor Siddiqe, 01763851107, 01768096136

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়