Ameen Qudir

Published:
2018-07-01 17:46:50 BdST

মেডিকেল ভিসা নিয়ে চিকিৎসা: সাবধান !


 


ডা. রাজীব দে সরকার
_________________________


মেডিকেল_ভিসা নিয়ে ভারত যাবেন।
ধরুন চেন্নাই বা ভেলোর গেলেন।
উড়োজাহাজ বাদ দিলাম।
ধরলাম ট্রেনেই গেছেন।

হাওড়া স্টেশন থেকে মোটামুটি ৩৬ ঘন্টার ছোট্ট একটা জার্নি।

চিকিৎসা করালেন।
এবার ফিরবেন।

একইভাবে ৩৬ ঘন্টার জার্নি করে হেসে খেলে চলে এলেন। আর দু'চার ঘন্টা পরে বাংলাদেশ বর্ডার।

কিন্তু ইমিগ্রেশনে আটকে গেলেন!!

দেখাতে হবে ভারতীয় ছাড়পত্র।

নাহ, কোনভাবেই মেডিকেল ভিসায় চিকিৎসা করাতে গেলে এই ছাড়পত্র না দেখিয়ে আপনার ভুল/অপচিকিৎসা আর চিকিৎসক অবহেলার বাংলাদেশে ঢুকতে পারবেন না।

কী আর করা, ফিরে যান ৩৬ ঘন্টার ফান রাইড দিয়ে!!

যে হোটেলে ছিলেন, সেখান থেকে ছাড়পত্র নিন। ১৯৫০ রূপি সরকারী ফী দিন। সাইবার ক্যাফে ব্যবসার আদর ভালোবাসায় হাজার দশেক রূপি হাসিমুখে বেরিয়ে যাবে। আর এই অতিরিক্ত কাজের জন্য যে ৭ দিন থাকা লাগবে, তার খরচ, খাবার, হোটেল ভাড়া, ট্যাক্সি ভাড়া আলাদা তো দেবেনই।

মোটের উপর লাভই কিন্তু হলো।

#চেন্নাই/মাদ্রাজে গিয়ে চিকিৎসা করিয়ে এমন সুখের ঢেকুর তুলে আপনি ফিরলেন, এই অভিজ্ঞতা তো বিভিন্ন পার্টিতে অন্তঃত ৫ বছর গল্প করতে পারবেন!

অথচ কলোরেকটাল ক্যান্সার আক্রান্ত অসহায় মানুষগুলো #প্রায়_বিনামূল্যে অপারেশন করিয়ে, চিকিৎসা করিয়ে বেঁচে আছেন বছরের পর বছর। হাসিমুখে চিকিৎসক দের জন্য ৬ মাস পরে ১ কেজি পেয়ারাও দিয়ে গেছেন সরকারী হাসপাতালে।

এই গল্প কেউ বলবে না কোন পার্টিতে।
এই গল্প ছাপা হয় নি কোথাও!

(তথ্যসূত্রঃ দৈনিক ভোরের কাগজ)
_________________________

ডা. রাজীব দে সরকার। সুলেখক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়