Ameen Qudir

Published:
2018-06-21 14:24:56 BdST

অভিনন্দন অধ্যাপক রফিকুল ইসলাম




 

মেজর ডা. খোশরোজ সামাদ
___________________________

১।ছবিতে আমি যার সাথে ক্যামেরায় বন্দী হয়েছি তিনি ৮৪ বছরের চিরতরুণ অধ্যাপক রফিকুল ইসলাম। 'একহাতে মম বাঁশের বাঁশরী ,একহাতে রণতূর্য ' এর কবি কাজী নজরুল ইসলামের অতলান্ত সৃষ্টির শোভা আর সুরভীর সাথে নিজেকে আজীবন জড়িয়ে তিনি চির তারুণ্যের স্নিগ্ধতায় চন্দ্রাহত হন।

২।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভাষাতত্ত্ব বিষয়ে উচ্চতর পড়াশুনার বীজ মাত্র বপন করেন ।আমেরিকার মিশিগান ,মিনাসোটা,হাওয়াই এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন । 'স্বপ্নপুরী আমেরিকার' উচ্চ সন্মান ও সন্মানীকে উপেক্ষা করে প্রাচ্যের অক্সফোর্ড-এর ছাত্রদের আলোকিত করবার দায়িত্ব নেন ।

৩।বায়ান্নোর ভাষা আন্দোলনের এই সৈনিক মহান মুক্তিযুদ্ধে পশ্চিমা সামরিক বাহিনী দ্বারা নিষ্ঠুরভাবে নির্যাতিত হন ।

৪।একুশে পুরস্কার ,স্বাধীনতা দিবস পুরস্কার ,বাংলা একাডেমি পুরস্কার তাঁর বাংলা ভাষার প্রতি অবদানের স্বীকৃতি । গতকাল ১৯ জুলাই তিনি জাতীয় অধ্যাপকের সন্মানে অভিষিক্ত হন । আমাদের এই অবহেলিত জনপদের নাম 'বাংলাদেশ' হিসেবে প্রথম ব্যবহার করেন কবি নজরুল । স্যার , সেই বাংলাদেশ ,সেই বাংলা ভাষা,সেই নজরুলকে নিয়েই আপনার ব্যাপক কর্মযজ্ঞ ।

প্রিয় বাতিঘর , অতল অভিবাদন গ্রহণ করুন ।________________________

মেজর ডা. খোশরোজ সামাদ।
আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।

এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়