Ameen Qudir

Published:
2018-06-15 18:58:27 BdST

ডাক্তার প্রতিদিন ইদী সবিশেষ কোরান খতম




·


ডা. বিএম আতিকুজ্জামান, অরল্যান্ডো থেকে
_________________________

পীরজংগী মাজারের পাশে ছিল আমাদের মসজিদ আর মক্তব। আইডিয়াল স্কুলের ভেতর দিয়ে আমরা তিন ভাই বোন হেটে হেটে সে মক্তবে যেতাম প্রতি বুধবার আর রোববার আসরের পর পর।

আমপারা শেষ করে কেবল কোরআন পড়ানো শুরু করেছেন বড়ো হুজুর। এরি মধ্যে কলোনির মাঝে পাগলা কুকুরের তেলেসমতি কান্ড শুরু হলো।

আমাদের এক প্রতিবেশীকে পাগলা কুকুর কামড়ে দিল মসজিদে যাবার পথে। আমাদের মক্তবে যাওয়া বন্ধ হয়ে গেলো।

এরপর ছোট হুজুরকে আমাদের বাসায় আনানোর ব্যাবস্থা হলো। তিনি ভীষন ব্যাস্ত। ফজরের পর পরই আমাদের বাসায় এসে হাজির হতেন তিনি। আমাদের ঘুম ভাংগাতেন। এ নিয়ে আমাদের বিরক্তির শেষ ছিল না। তারপরও এক ২৭শে রমজানে আমাদের কোরান খতম হলো।

আমাদের প্রতিবেশীদের ইফতারে দাওয়াত করা হলো। বিরানী কোর্মা রান্না হলো। হুজুর সাহেবকে পান্জাবী পায়জামা উপহার দেয়া হলো।

অনেক বছর পর আরেক ২৭শে রমজানে নাবিহা কোরআন খতম করলো। ওর ইসলামি স্কুলের আরবী শিক্ষিকা সিস্টার আয়া পরম আদরের সাথে ওদের আরবী পড়ান।নবী, সাহাবীদের গল্প শোনান। ওনার হাতে কোনো ছড়ি থাকে না। উনি নাবিহার জন্য সুদুর মরক্কো থেকে আনা চমৎকার একটি পোশাক আর নতুন একটি কোরআন শরীফ উপহার দিলেন।

২৭শে রোজার ইফতারের আয়োজন হলো আমাদের এক মসজিদে।কোরআন খতম উপলক্ষে বিরানী কোর্মা কেক খেলো সবাই।

রহমতের মাস শেষ হয়ে যাচ্ছে।
পরম করুনাময়ের কাছে সবার জন্য দোয়া চাইছি।

নাবিহার জন্য দোয়া করবেন।
_____________________

লেখক ডা. বিএম আতিকুজ্জামান । নিভৃতচারী কথাশিল্পী । মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী প্রখ্যাত চিকিৎসক। সিএমসি ২৮। কলামিস্ট ও গায়ক হিসেবে ব্যাপক জনপ্রিয়তাধন্য।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়