Ameen Qudir

Published:
2018-02-05 16:57:59 BdST

অধ্যাপক ডা. অমল মিত্রের কবিতার বই এখন বইমেলায়


 

 


ডাক্তার প্রতিদিন ডেস্ক
_________________________

 

জাগৃতি প্রকাশনী বের করেছে অমল মিত্রের কবিতার বই "প্রেম ও জীবন"। ঘূণে ধরা সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়ার প্রত্যয়ে সমাজ-সচেতন কবি অমল মিত্র কলম ধরেছেন।

আমাদের গরবের মুক্তিযুদ্ধ সহ বিশ্ব-জনতার মুক্তির কথা বলেছেন কবি অমল মিত্র। প্রেম ও প্রকৃতির চিত্র এঁকেছেন কবি অমল মিত্র।
১৯৭৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে তিনি ডাক্তারী পাশ করেন। বর্তমানে আমেরিকার মিসিসিপি অংগরাজ্যে স্থায়ী বসবাস। সেখানকার এক বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন। এখানে তার একটি কবিতা তুলে ধরা হলো।

 

Image may contain: 1 person

...
আমরা সবাই লাশ
---------------------
আমরা সবাই দেখো শুয়ে আছি লাশ কাটা ঘরে
টেবিলে সাজানো যেন ষোল কোটি লাশ থরেথরে;
যমরাজ নিয়ে গেছে প্রাণ, কামদেব নিয়ে গেছে প্রেম ভালোবাসা
শূন্য প্রাণ হিমশীতল দেহে নিবে গেছে আলো আর আশা।
এক্ষুনি পোস্টমর্টেম হবে, কাটাছেঁড়া হবে সারা দেহ
কতটুকু ভালোবাসা জমা ছিলো ও হৃদয়ে জানবে না কেহ;
হৃদপিন্ড কাটা হবে হৃদয়তো পাবে নাকো খুঁজে
মগজটা টুকরো টুকরো করে মনটাকে কোথা পাবে কে যে।
নার্ভগুলো ছিন্ন করে অনুভূতি কোথা খুঁজে পাবে
শত কোটি লাশ শুধু পচনের অপেক্ষায় রবে।

আমরা কি বেঁচে আছি, না-কি বেঁচে মরে আছি সবে
ভালোবাসা মরে গেছে, অনুভূতি চলে গেছে কবে;
স্বার্থমগ্ন অন্ধকূপে পড়ে আছি আমরা সবাই
এই দেশ এই মাটি কারো প্রতি ভালোবাসা নাই।

আমরা তো মৃতপ্রাণ, বাকি শুধু কবরের মাটি
কে জাগাবে আমাদের, ছুঁয়ে দেবে জীবনের কাঠি?

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়