Ameen Qudir

Published:
2018-01-11 16:07:41 BdST

আমি ও কবি


 

 


ডা. অনির্বান বিশ্বাস

__________________________

সেদিন কাগুজে কবিদের আস্তানায় গিয়েছিলাম ,দেখি আড্ডা জমেছে বেশ,
গোটা কতক ঝিমুচ্ছে,কতকের আবার হাপিত্যেশ।

আড্ডার মধ্যমণি কবি শুধালেন:
"কে আপনি বাবু,কেনই বা এলেন?"

আমিঃ
"সাংবাদিক আমি স্থানীয় পত্রিকার।
এসেছি নিতে ক্ষুদ্র একটি সাক্ষাৎকার।"

কবিঃ
"আহ্ মরি মরি !
ইন্টারভ্যু-কে আমি সাহিত্যের অংশই ধরি।"

আমিঃ
"তবে নামপর্ব থেকেই শুরু করলাম।"

কবিঃ
"কবিতা পেশা নয় মোর,
বলতে পারেন হবি।
নামটি মোর মহাকবি আস্ফালন,
ছদ্ম যদিও,তথাপি সার্থক নামকরণ।"

আমিঃ
"বাহ্ ! বেশ বেশ !!
তা কখানা বই দেখেছে আলোর মুখ,
ছেড়েছে প্রেস?"

কবিঃ
"অত হিসাবের বাপু সময় কই?
হবে ষাট-সত্তর-আশি কি নব্বই।"

আমিঃ
"তা মশাই,কি নিয়ে লিখেন?"

কবিঃ
"এই আর কি-
প্রেম-প্রণয়,পরকীয়া-প্রলয় হাবিজাবি প্রব্লেম।

আমিঃ
"শুনাবেন কি কটা লাইন?
থেকে আপনার লেটেস্ট বই,
'কান কাটা ভ্যালেন্টাইন'।"

কবিঃ
শুনতে চান,তবে শুনুন,
"সূর্যের আলোতে আজ আমাবস্যার অন্ধকার,
জ্যোৎস্নার জলে ভিজে মস্তিষ্কের বিকার,
মহাকালের পথে আজ কাঁটাতারের বেড়া,
সবুজ রক্তে শকুনের দল হয়েছে দিশেহারা।"

আমিঃ
"থাক,থাক মশাই হয়েছে ঢের,
আমি কম জানা লোক
বুঝি না এত রকম ফের।
তবে বাপু,আপনার সার্থক নামকরণ,
এ কালের শ্রেষ্ঠ কবি নির্বোধ আস্ফালন।"

____________________________

- অনির্বান বিশ্বাস, কলকাতার প্রখ্যাত চিকিৎসক। কবি, চিন্তক ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়