Ameen Qudir
Published:2017-09-25 15:24:45 BdST
মহম্মদ আলী পার্কের পুজো
রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল
_____________________________
এই পুজো বয়কট করার আহ্বান জানিয়ে, অন্য অনেকের মত আমিও একটা পোস্ট দিযেছিলাম, অত্যন্ত খারাপ লেগেছিল বলে।
অনেকেই সহমত পোষণ করেছেন, কিছু অবশ্য বলেছেন, মহিষাসুর রূপে চিকিৎসকদের দেখিয়ে ঠিক করা হয়েছে।
এরকম কিছু অসৎ সব বৃত্তিতেই আছেন, তবে সেটা কত শতাংশ, জানেন কেউ?
মায়েদের সম্বন্ধে একটি চালু কথা আছে, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনও নয়!
কিছু, বিরল ক্ষেত্রে কুমাতা হয় বৈকি! কিন্তু, সেটাকে কি ব্যতিক্রম হিসেবে ধরবেন না বিধি?
যৌন লালসা মেটানর জন্য, ম্বামীকে খুন করাচ্ছেন স্ত্রী, তেমনই দিনরাত মার খেয়ে চুপ করে থাকেন বহু বিবাহিতা মহিলা।
স্ত্রীকে কি সবাই খুনি হিসেবে ধরবেন?
কিছু শিক্ষক ছাত্রদের মারধর করলে কি সবাই এই আচরণ করেন?
প্রাইভেট হসপিটালে, বিলের জন্য ডাক্তার বাবুরা কিন্তু দায়ী থাকেন না।
ম্যানেজমেন্টের টাকার লালসা, ডাক্তারবাবুদের ঘাড়ে চাপিয়ে রোগীদের বিপথে নিয়ে যান।
সরকারি হসপিটালে, কিছু ডাক্তার বাবু ছাড়া বাকীরা আপ্রাণ চেষ্টা করেন, রোগীকে ভাল করতে।
বুকে হাত দিয়ে বলতে পারবেন,কতজন ডাক্তারবাবু ডায়াগনস্টিক সেন্টার থেকে কমিশন খান?
কারা আপনার প্রিয়জনের অসুখ হলে বাঁচান?
যদি ধরেও নেই, সবাই মহিষাসুর- তবে জেনে রাখুন- মহিষাসুরের পুজো না করলে দুর্গাপুজো সমাপ্ত হয় না।
মহিষ ত্বং মহাবীর সর্বাভীষ্ট প্রদায়কঃ । বিনাশায় মহাশত্রুণ্ নমো নমঃ !”
মহিষ, মহাবীর তুমি সব বাসনা
পূরণ কারী । তুমি সব শত্রুদের বিনাশ করদ । তোমাকে নমস্কার ।
শেষ খবর যা পেয়েছি,তাতে উদ্দোক্তারা ঢেকেছেন, মূর্তি দুটো, কিন্তু সরান নি।
_______________________________
রামকৃষ্ণ ভট্টাচার্য সান্যাল । খ্যাতিমান কথাশিল্পী।
আপনার মতামত দিন: