Ameen Qudir
Published:2017-09-17 15:04:44 BdST
গাইনী চিকিৎসকের বাড়িতে উদ্ধার নগদ ৩ কোটি
সংবাদ ডেস্ক
নাম করা স্ত্রী রোগ বিশেষজ্ঞ বাণীকুমার মিত্রের বাড়ি এবং ক্লিনিকে আয়কর হানা।
সূত্রের খবর, বাণীকুমার মিত্রের বাড়ি এবং ক্লিনিকে তিরিশ ঘণ্টার বেশি সময় ধরে শুক্রবার থেকে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। তল্লাশিতে নগদ তিন কোটি টাকা ছাড়াও বেশ কিছু নথি উদ্ধার হয়েছে।
কলকাতা ছাড়াও ঝাড়খণ্ডে সবমিলিয়ে তেরোটি জায়গায় বেশ কয়েকজন চিকিৎসকের বাড়ি, ক্লিনিক, প্যাথোলজি সেন্টারে শুক্রবার থেকে হানা দিতে শুরু করে আয়কর দফতর।
বেহালার বকুলতলা এলাকায় ওই চিকিৎসকের একটি ক্লিনিক রয়েছে। সেখানে প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, অন্যান্য রাজ্য এবং বাংলাদেশ থেকেও বহু রোগী নিয়মিত আসেন। আইভিএফ বিশেষজ্ঞ হিসেবেও নাম রয়েছে ওই চিকিৎসকের।
নোটবাতিলের পর থেকেই কালো টাকা সাদা করার অভিযোগে কলকাতার এই চিকিৎসক-সহ দেশের বিভিন্ন প্রান্তের অনেক চিকিৎসকই আয়কর দফতরের নজরে ছিলেন। তদন্তে নির্দিষ্ট প্রমাণ পাওয়ার পরেই এবার তাঁদের বিরুদ্ধে অভিযানে নামল আয়কর দফতর।
নোট বাতিলের পর থেকেই কালো টাকা সাদা করার অভিযোগে কলকাতার এই চিকিৎসক-সহ দেশের বিভিন্ন প্রান্তের অনেক চিকিৎসকই আয়কর দফতরের নজরে ছিলেন।
আপনার মতামত দিন: