Ameen Qudir
Published:2017-08-27 16:13:38 BdST
অনলাইনে অনেক সুলেখক ডাক্তারের ছড়াছড়ি
বেলাল হোসেন
________________________
অনলাইনে অনেক সুলেখক ডাক্তারের ছড়াছড়ি। সরিৎ চট্টোপাধ্যায়, সুমিত চট্টোপাধ্যায়, সাম্য দত্ত, অরূণাচল দত্ত চৌধুরী । আরো অনেকের নাম বাকি থেকে যেতে পারে। আপনারা বলে দেবেন।। এঁদের লেখার প্রশংসায় লোকে পঞ্চমুখ। অনেকেই চান এঁরা পুরোপুরিই সাহিত্যে মনোনিবেশ করুন।
কিন্তু এঁদের লেখার ফিজিক্যাল ড্রাইভটার পেছনে কিন্তু আসল কাজটা করে এনাদের প্রফেশন। সেটা সরিয়ে নিলে লেখার উদ্যমে ভাটা পড়ে যেতে পারে।
অনেক সুলেখক ডাক্তার আছেন, যাঁরা হয়তো ছাত্রজীবনে লিটারেচারেও সায়েন্স সাবজেক্টের সমান সমান স্কোর করতেন। শুধু তাই নয়, ব্যাকরণেও তাঁদের অনায়াস ব্যুৎপত্তি ছিল। সেই জিনগত activityটা যাবে কোথায়? একদিন না একদিন তো সে তেড়েফুঁড়ে উঠবেই। শুধু সুযোগের অপেক্ষা। সুবিধা একটাই, এ লেখা পয়সার পেছনে ছোটেনা। সে ভাণ্ডারতো যা হবার হয়েই গেছে। এ লেখা ছোটে appreciation এর পেছনে।
ফেসবুকে যত ডাক্তার লেখেন, তাদের বানানও নির্ভুল এবং শব্দচয়নও প্রশংসনীয়।
পিঠ চাপড়ে ফেললামনাতো ?
__________________________
বেলাল হোসেন। পাঠক।
আপনার মতামত দিন: