Ameen Qudir

Published:
2017-02-23 14:53:55 BdST

মসলিন শিল্পীদের আঙুল কেটে দেওয়ার মত ট্রাজেডির মুখে দেশের ডাক্তাররা


 

ডা. মীরা মমতাজ সাবেকা
__________________________

ওষুধের প্রেস্ক্রিপশন নিয়ে এতো কড়াকড়ি বজ্র আটুনি ফসকা গেরোর মত অবস্থার সৃষ্টি করবে । আর এ থেকে রেহাই পাবেনা আপামর জনসাধারন।


চিকিৎসক অধিকতর সতর্কতা অবলম্বন করবেন। সব ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থাকে, একথা সবাই জানে। এহেন পরিস্থিতিতে risk benefit ratio যাচাই করেই চিকিৎসা করবার নিয়ম।যেখানে রোগীর মংগল কামনাই মুখ্য উদ্দেশ্য হয়। আর বর্তমান বজ্র আটুনিতে চিকিৎসকের মুখ্য উদ্দেশ্য হবে পিঠ বাচানো। এতে ফলাফল রোগীর জন্য সুখকর নাও হতে পারে।


তীব্র মাথা ব্যথায় প্যারাসিটামল ছাড়া কোন ওষুধ লিখতে চিকিৎসকের হাত কাঁপবে। আরো জটিল রোগের কথা বলা বাহুল্য।


এর প্রভাব সবচেয়ে বেশী পড়বে রোগীদেহে অস্ত্রোপচার এর ক্ষেত্রে। অভিযোগ ছিল, বিনা কারণে কসাই ডাক্তার রোগীর অপারেশন করান।

অভিযোগের সত্যতা যাচাই করবার এখন আর অবকাশ নেই, কেননা আইনের মারপ্যাঁচে কুপোকাত হওয়ার ভয়ে ডাক্তার এখন জরুরী অপারেশন এর সিদ্ধান্ত দিতে হিমশিম খাবেন।

ফলশ্রুতিতে deshouldering এর মানসিকতা মহামারির মত ছড়িয়ে পড়বে। এতে লাভ হবে বিদেশী ডাক্তারদের যারা এই বাংলাদেশের মাটিতে সেবা প্রদানে ধন্য হবেন।


আর যারা অবস্থাপন্ন, অথবা, বিদেশে যেতে সক্ষম তারা ভিনদেশী চিকিৎসকের ছোয়ায় নিজেরা ধন্য হবেন।
যে আইনের ফলাফল এতটা স্পষ্ট, সে আইন মানবরচিত, কিন্তু তা মানুষের জন্য নয়। ডাক্তারদের উপর এই খড়্গ, প্রকারান্তরে বাংলাদেশের মানুষের জন্য কোন কল্যাণ বয়ে নিয়ে আসবে না। জাতির বিবেকের কাছে প্রশ্ন, এ আইন তবে কাদের জন্য?


মসলিন শিল্প ধ্বংস করতে তাঁতিদের বৃদ্ধাংগুলি কেটে দেয়া হত, এতে সফল হয়েছিল ঔপনিবেশিক শক্তি। আজ নব্য ঔপনিবেশিক রাহু অধিকতর বুদ্ধিমান। তারা হাত না কেটেই কার্যোদ্ধার করতে সক্ষম। সাপও মরলো, লাঠিও ভাংলোনা। মনে পড়ছে Earnest Hemingway এর উক্তি “In modern war...you will die like a dog for no good reason”

____________________________

লেখক ডা. মীরা মমতাজ সাবেকা । লোকসেবী চিকিৎসক।

Neurologist & Medicine specialist. MD(Neurology), MRCP (UK)

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়