Ameen Qudir
Published:2019-02-11 11:48:10 BdST
পবিত্রতম৯৮ বছরের মা ওল্ডহোমে গিয়ে জীবন দিলেন ৮০ বছরের অসুস্থ পুত্রকে
ডেস্ক
______________________
চিরন্তন মায়ের কাহিনি। মহান জীবন কাহিনি আমরা সংগ্রহ করে ডাক্তার প্রতিদিনে প্রকাশ করি। কারণ , এমন জীবন কাহিনি পৃথিবীর পবিত্রতম গ্রন্থের চেয়েও পবিত্র। এসব কাহিনিতে থাকে জীবনের পরম শিক্ষা। এখানে তাদেরই ছবি। কাহিনি। 
এই মায়ের নাম এডা কেটিং । তার বয়স ৯৮। তার পুত্র টম। বয়স ৮০ বছর।

টম থাকতেন এক ওল্ড হোমে। সেখানে সে অসুস্থ হয়ে পড়ল। কে দেখকে তাকে। তাকে তো দেখার কেউ নেই। আত্মীয় স্বজন বন্ধু সন্তান কেউ তার জন্য আসে নি। 
এলো একজন । তিনি সেই ৯৮ বছরের মা জননী। মা নিজেও সুস্থ নন। তার হাজারও সমস্যা শরীরে। কিন্তু সন্তানের অসুস্থতায় মা কেমন করে বসে থাকবেন। তিনি এলেন অনেক কষ্ট করে। অসুস্থ ছেলের পাশে অসুস্থ শরীরেই দাঁড়ালেন। 
মায়ের স্পর্শ পৃথিবীর পবিত্রতম স্পর্শ। মাকে পেয়ে টম জীবন পেল।

একবার জন্ম দান করে টমকে জীবন দান করেছিলেন এডা কেটিং। তখন তো তরূণী বয়স। এবার শত বছরের প্রান্তে দাড়িয়ে আবার সন্তানকে জীবন দিলেন। বাঁচিয়ে তুললেন । 
মায়েরা এমনই। আপনার আমার সকলের মায়েরা ঠিক এমনই।

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       