Ameen Qudir
Published:2019-01-05 01:31:00 BdST
শোক এপিটাফময়মনসিংহে সৈয়দ আশরাফকে যেমন দেখেছি: অধ্যাপক ডা. মুজিবুল হক
অধ্যাপক ডা. মুজিবুল হক
________________________
মহৎ প্রাণ সৈয়দ আশরাফ, রাজনীতি র এক বিস্ময়।তার সততা, নিষ্ঠা, তাকে চিরঞ্জীবি করে রাখবে।
ময়মনসিংহে তার স্কুল জীবন কেটেছে। আমরা তখন প্রায় সমবয়সি বন্ধু ছিলাম। ময়মনসিংহ এ তাজমহল রেস্টুরেন্টে আড্ডা দিতাম। আনন্দ মোহন কলেজের কাছেই তাদের বাসায়, তার লিজেন্ডারী পরম শ্রদ্ধাভাজন বাবার স্নেহ ও ভালবাসা পেয়েছি। ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত হন,আমাদেরও করেন। তিনি ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি হন। আমি ময়মনসিংহ মেডিকেলে দ্বিতীয় বর্ষে থাকতেই কলেজের প্রথম ছাত্র লীগ সভাপতি হই,মেডিকেলে আমার সহপাঠী ডা. মুজিব(আঙ্গুর), জেলা সভাপতি হয়।
মৃত্যু এক অমোঘ নিয়তি। তবুও সৈয়দ আশরাফ চিরকাল পরম শ্রদ্ধায় বেঁচে থাকবেন আমাদের মাঝে।
_________________________

অধ্যাপক ডা. মুজিবুল হক । দেশের প্রখ্যাত লোকসেবী চিকিৎসক। সুলেখক ।
FCPS FRCP(uk)DDV(austria)
Skin & Sexul medicine specialist
Popular Dhanmondi 2
আপনার মতামত দিন:
