ডেস্ক
Published:2021-06-22 22:01:10 BdST
নাদিয়া আফগানি তালেবানদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে এখন ডাক্তার ও বিশ্বখ্যাত ফুটবলার
ডেস্ক 
________________
নাদিয়া আফগানি। তালেবানদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়ে এখন বিশ্ব খ্যাত ফুটবলার। রিকন্সট্রাক্টিভ সার্জন হওয়ার জন্য পড়ছেন। হ্যা,
ছবির মেয়েটির নাম নাদিয়া নাদিম। জন্ম আফগানিস্তানে। ১১ বছর বয়েসে তার বাবাকে হত্যা করে আফগান তালিবান। একটা ট্রাকের পেছনে বসে দীর্ঘ দুর্গম পথ পারি দিয়ে তার ফ্যামিলি ডেনমার্কে পালিয়ে যায়।
নাদিয়া ডেনমার্কের হয়ে ৯৮টা ফুটবল ম্যাচ খেলেছে এবং প্রায় ২০০ গোল করেছে। ফুটবলের পাশাপাশি সে ডাক্তারি পাশ করেছে এবং একজন রিকন্সট্রাক্টিভ সার্জন হওয়ার জন্য উচ্চতর শিক্ষা নিচ্ছেন । সে অনর্গল ১১ টি ভাষায় কথা বলতে পারে।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       