ডেস্ক
Published:2021-06-22 16:10:43 BdST
অতি মারী ভয়াবহ ভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, তার বিবরণ দিয়েছেন স. অধ্যাপক ডা. সুরেশ তুলসান
ডেস্ক 
__________________
অতি মারী কিভাবে ভয়াবহ আকারে গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে, তার বিবরণ দিয়েছেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সুরেশ তুলসান।
তিনি বলেন, করোনা এখন গ্রামেগঞ্জে-
মাত্র ১ মিনিট আগে রাত ২ টার সময় একটা অপরিচিত আই ডি থেকে মেসেঞ্জারে ভিডিও কল। 
কেটে দিলাম।
আবার ভিডিও কল, রিসিভ করে দেখি ওপারে একজন নারীর মুখ। 
রাগের মাথায় ভর্ৎসনার সুরে বললাম এত রাতে বিনাঅনুমতিতে ভিডিও কল দিয়েছো কেন? 
মেয়েটি বললো,
স্যার, আমি খোকসা থেকে বলছি। আমরা সবাই অর্থাৎ, আমি আমার দুই ছোট বাচ্চা এবং এবং বাচ্চাদের বাবা করোনা পজিটিভ। 
স্বামীর অবস্থা ভালো না এবং আমারও শ্বাসকষ্ট হচ্ছে।
রোগীকে আপনাকে দেখানোর দরকার তাই ভিডিও কল দিলাম।
ভিডিওতে দেখলাম একজন বয়স্ক নারীকে, তিনি মেয়েটির শাশুড়ী, করোনা নেগেটিভ, মাতৃত্বের টানে জীবনের ঝুকি উপেক্ষা করে এদের সেবাযত্ন করছেন। চিকিৎসা এবং প্রয়োজনীয় পরামর্শ দিলাম। তিনি অক্সিজেন সিলিন্ডারের ব্যাবস্থা করে দিতে অনুরোধ করলেন। 
দেখি চেষ্টা করে পারি কিনা।
সুতরাং সবাইকে আবারও সাবধান করে দিচ্ছি - স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       