Dr. Aminul Islam
Published:2021-06-19 16:29:18 BdST
ব্যাক্তিগত জীবনে বাড়াবাড়ি, মনোরোগ চিকিৎসকের কাছে যান তাড়াতাড়ি
ডা.রাজিয়া ইমাম রুনা
--------------------------------------
ব্যাক্তিগত জীবনে বাড়াবাড়ি, মনোরোগ চিকিৎসকের কাছে যান তাড়াতাড়ি। কথাটা ছড়া বা শ্লোগানের মত শোনালেও পরম সত্য।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য প্রচন্ড অবহেলিত। 
মানসিক রোগ নিয়ে সচেতনতা নেই বললেই চলে। কিছু বিষয়কে মানসিক রোগ বিশেষজ্ঞরা দীর্ঘ সংগ্রাম করে মানুষকে বোঝাতে পেরেছেন, এগুলো মানসিক রোগ। 
যেমন, স্কীজোফ্রনিয়া,ওসিডি, প্রচলিত পাগলাটে অাচরণ। 
এসব নিয়ে পীর ফকির হুজুর, ওঝা, তন্ত্রসাধকদের কাছে মানুষ যেত। এখন সমাজের অালোকিত অংশ মানসিক রোগ চিকিৎসকদের কাছে যাচ্ছে।
মানসিক রোগ বিশেষজ্ঞরা বলছেন, মানসিক রোগ চিকিৎসার অাওতা অনেক বড়।
সাম্পতিককালে বাংলা দেশে ঘটে যাওয়া জনঅালোচিত ঘটনা গুলোর ভিকটিমদের মানসিক রোগ বিশেষজ্ঞরা সুস্থ করতে পারতেন
।
এক ক্রিকেটার মাঠে অপ্রত্যাশিত মেজাজ হারায় মাঝে মাঝে। শাস্তি দিয়েও তাকে সুস্থ করা যায় না।
ক্রিকেট দলের জন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ দরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা.সালাহউদ্দিন কাওসার বিপ্লব একসময় জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের মন শুশ্রূষা দিতেন। তখন খেলোয়াড়দের এমন বদমেজাজি কাজ দেখা যায় নি। কেননা, অধ্যাপক বিপ্লব তাদের পাশে ছিলেন। সেলিব্রিটিদের একই সমস্যা। এক অভিনয় শিল্পীর নানা কান্না ও কান্ড অালোচিত। 
সেলিব্রিটিরা নানামুখী চাপে বেসামাল হতেই পারেন। 
তা সামলাতে তাদের নিয়মিত মনোরোগ চিকিৎসকদের ফলোআপ কনসালটেশন নেওয়া ফরজ। 
মুম্বাইয়ে সুপার স্টার সেলিব্রিটিরা তেমন নিয়মিত নেন। 
নারী ঘটনা, বহুবিবাহ, পরকীয়া, ২/৪টি বিয়ে নিয়ে সঙ্কটের শেষ নেই। একসঙ্গে ২/৩টা বউকে ম্যানেজ করা সমকালে কঠিন বটে। 
এতে প্রচন্ড ক্ষতি গ্রস্থ হয় ভুক্তভোগীদের জীবন ও ক্যারিয়ার। 
অকালেই কালের গর্ভে হারিয়ে যায় কলামিস্ট, জনপ্রিয় নেতা,বক্তা, সুপার স্টারের ক্যারিয়ার।
সময় মত এরা মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেশনের অধীনে থাকলে এভাবে তারা হারিয়ে যেত না। 
সাধারণ পাবলিক অাপনাকে নিয়ে নাচছে দুদিনের জন্য। অাপনি হারিয়ে গেলে অারেকজনকে নিয়ে নাচবে। কিন্তু পরিবারের জন্য অাপনি চিরদিনের। 
ঘরকে পর করতে না চাইলে সাবধান হন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিভাগের প্রফেসর এবং ওসিডি ক্লিনিক ও জেরিয়াট্রিক ক্লিনিক এর কনসালটেন্ট অধ্যাপক ডা সুলতানা অালগিন এ বিষয়ে বলেন, মানসিক রোগ এর চিকিৎসা নিয়মিত নিতে হয়। মন বড় সাবজেক্ট। মানসিক স্বাস্থ্য সুস্থ রাখতে এ বিষয়ে সচেতনতা বড় জরুরি।

আপনার মতামত দিন:

 
                 
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                       